Bibaho Milon ba Jotok Bichar | Bengali | বিবাহ-মিলন বা যোটক-বিচার | জ্যোতির্ব্বিদ পণ্ডিত শ্রীবিপিনবিহারী দেবশর্ম্মা |

Bibaho Milon ba Jotok Bichar | Bengali | বিবাহ-মিলন বা যোটক-বিচার | জ্যোতির্ব্বিদ পণ্ডিত শ্রীবিপিনবিহারী দেবশর্ম্মা |

About the Book:- সমাজ বন্ধনের প্রয়োজনীয়তা হইতেই যে এই বিবাহ বন্ধনের সৃষ্টি হইয়াছে, তদ্বিষয় কোনও সন্দেহ নাই। যদিও জগতের নানাস্থানে বিবাহ ব্যাপারে নানাপ্রকার বৈচিত্র্য দৃষ্ট হইয়া থাকে, তথাপি এক পুরুষ ও এক নারী মিলিত ভাবে জীবন কাটাইবে, ইহাই হইতেছে উহার মলকথা। কি ভাবে প্রকৃত-পরষের মিলন হইলে জীবন সর্বাপেক্ষা উন্নত এবং সমাজ শক্তিশালী ও সম্ববন্ধ হইতে পারে—ইহা লইয়া বৰ্ত্তমান জগতে নানাপ্রকার যৌন আন্দোলন উপস্থিত হইয়াছে। কিন্তু সমস্যার সমাধান হয় নাই। আর্য ঋষিগণ বিবাহপ্রথা প্রবর্তনের সঙ্গে সঙ্গেই বিবাহের পাত্র-পাত্রী নির্বাচন রীতি লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। বর্ত্তমান পাত্রের ‘পৈতৃক সম্পত্তি’, বিশ্ববিদ্যালয়ের উপাধি, পাত্রীর ‘রূপ’, পাশ্চাত্য ‘ভঙ্গী’ এবং ‘বরপণ’ ইত্যাদিই বিবাহ সম্বন্ধ নিগয়িক। বিদ্যা, ধন, রূপ ও সৌন্দর্য সত্ত্বেও দাম্পত্যজীবন অতীত বিষময় হইয়াছে, এরূপ দৃষ্টান্ত বিরল নহে। সঠিক ভাবে যোটক-বিচার না করিয়া বিবাহ এই সব অশান্তি ও দঃখের কারণ, ইহা বলা বাহল্য মাত্র । সে কারণ বিবাহিত জীবন সার্থক ও শভ করিতে হইলে, পাত্র ও পাত্রী কিরূপে নির্ধ্বাচিত করিতে হইবে—উহা সর্বসাধারণের জ্ঞাতার্ধে— বিবাহ- মিলন বা যোটক-বিচার গ্রন্থ প্রকাশিত হইলে। এই গ্রহে বর্ণিত শাস্ত্রোন্ত বিধি- নিষেধ মান্য করিয়া বিবাহিত দম্পতী সখী হইবে। জনসাধারণ ইহা দ্বারা উপকৃত হইলে আমার শ্রম সার্থক হইবে এবং আমি ধন্য হইব।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Send Enquiry to info@divinecreationindia.com or call us : +91  77971 37777

  • Rs.120.00
  • Ex Tax: Rs.120.00