Jyotisher Bibhinno Sutra | Bengali | জ্যোতিষের বিভিন্ন সূত্র | শ্রী বিশ্বনাথ ভট্টাচাৰ্য্য |

Jyotisher Bibhinno Sutra | Bengali | জ্যোতিষের বিভিন্ন সূত্র | শ্রী বিশ্বনাথ ভট্টাচাৰ্য্য |

About the Book:- প্রথমে এই গ্রন্থটি ‘কবিতায় জ্যোতিষ’ নামে প্রকাশিত হয়। ৪ঠা মে ২০০৩ সালে। তারপর এই পুস্তকটি আর বের হয়নি লোকচক্ষুর আড়ালে থাকিয়া যায় তারপর সপ্তমভাব প্রসঙ্গে পুস্তকটি।মার রচনা প্রকাশিত হয় অনেক বছর ধরে। চিন্তা করলাম অনেকবার সপ্তমভাব প্রসঙ্গে আলোচনা হইল। এইবার একটু নতুন ধরণের পুস্তক বাহির করলে কিরকম হয়। ভাববার সাথে সাথে কথা বললাম সংস্কৃত পুস্তক ভাণ্ডারের মালিক আর প্রকাশক দেবাশিস ভট্টাচার্য্য মহাশয়ের সহিত। তিনি এককথায় এই পুস্তকটি প্রকাশ করবেন বলে কথা দিলেন। আমিও রাজি হইলাম। এই পুস্তকটি আর ‘কবিতায় জ্যোতিষ' হিসাবে পরিচিত হচ্ছে না নতুন নামে পুস্তকটি পরিচিত হচ্ছে। ‘জ্যোতিষে বিভিন্ন সূত্র’ নামে পুস্তকটি পরিচিত হচ্ছে। কবিতার মাধ্যমে বিভিন্ন সূত্র থাকার জন্য ‘জ্যোতিষে বিভিন্ন সূত্র’ নামে পুস্তকটি পরিচিত হবে। কবিতায় জ্যোতিষ নামে বইটি প্রকাশ করেছিলাম তখন ভালোই বিক্রি হইয়াছিল। এই বার নতুনভাবে নতুন নামে প্রকাশিত হচ্ছে জানিনা পুস্তকটি পাঠকগণ কিভাবে নেবেন তা অজানা। পুস্তকটি পড়ে পাঠকদের আর জ্যোতিষ শিক্ষার্থীদের যদি ভালোলাগে তাকেই আমার পুস্তকটি রচনা করা সার্থক হবে।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Send Enquiry to info@divinecreationindia.com or call us : +91  77971 37777

  • Rs.120.00
  • Ex Tax: Rs.120.00