



Click to open expanded view
নিবেদন
জ্যোতিষ শাস্ত্র
খুবই জটিল।
কারণ ইহা
নির্ভুল গণনার
উপর সঠিক
ফলাফল নির্ণয়
করে। এই
শাস্ত্র যথাযথভাবে
আয়ত্ত করতে
হলে সর্বপ্রথমে
প্রয়োজন জ্যোতিষ
শাস্ত্র সম্বন্ধীয়
প্রামাণ্য গ্রন্থের।
কিন্তু তেমন
নির্ভরযোগ্য শাস্ত্র
পাওয়া সম্ভব
নয়। তাই
সেই সব
অভাব পূরণের
জন্য বহু
প্রাচীন জ্যোতিষ
গ্রন্থাদি অনুশীলনের
সাহায্যে এই
বিশুদ্ধ জ্যোতিষ
কল্পদ্রুম গ্রন্থখানি
রচিত হয়েছে।
এই গ্রন্থে
গ্রহের রূপ,
অধিপতি রাশি
নির্ণয়াদি বার
তিথি ও
নক্ষত্র প্রভৃতির
ফল এবং
লগ্ন নির্ণয়
ও লগ্ন
হতে দ্বাদশ
স্থান সমূহ
গ্রহগণের শুভাশুভ
ফল এবং
রাজযোগ, ধনবান্যোগ,
রাজসম্মানীয় যোগ,
পরধনপ্রাপ্তি যোগ,
সোপার্জিত ধনবান
যোগ, সন্ন্যাস
যোগ প্রভৃতি
ফলাফল উল্লেখ
করা হয়েছে।
এই গ্রন্থটির
সাহায্যে যে-কোনো
সাধারণ শিক্ষিত
মানুষ প্রয়োজন
মত বিচারে
অগ্রসর হয়ে
জন্ম থেকে
মৃত্যুকাল পর্যন্ত
জাতক-জাতিকার
শুভাশুফ ফল
বুঝতে পারবেন।
গ্রন্থটি মানবকল্যাণে
আশু নিয়োজিত
হলে আমাদের
শ্রম সার্থক
মনে করব।
ভবদীয়
গ্রন্থকার
বিঃ দ্রঃ
এই গ্রন্থে
যে সকল
যন্ত্র-মন্ত্র
হস্তবিচারের বিভিন্ন
কার্য সিদ্ধির
জন্য বলা
হয়েছে, তা
যদি জ্যোতিষ
গুরু অথবা
সাধকের নির্দেশ
ব্যতীত সঠিক
পদ্ধতিতে প্রয়োগ
না করার
ফলে কোন
ব্যাঘাত ঘটে
তার জন্য
প্রকাশক বা
সম্পাদক বা
সংকলক দায়ী
থাকবে না।
কার্যগুলি সম্পূর্ণভাবে
নিজের দায়িত্বে
সাধক প্রয়োগ
করবেন।
- Stock: In Stock
- Author: Pt. Gobindo Bhattcharjee & Pt. Narayan Bhattacharjee
- SKU: DCI-00276