

















Click to open expanded view
About the Book:-
জ্যোতিষ – প্রভাকর : প্রাচীন মহর্ষিগণ ও মহামহোপাধ্যায় জ্যোতির্বিদ্ববর্গ জাতক সংক্রান্ত
যে সকল কথা লিখিয়া গিয়াছেন, আমি এই গ্রন্থে উহার প্রায় কোন অংশই পরিত্যাগ করি নাই।
সাধারণের বোধসৌকর্য্যের জন্য তত্তদগ্রন্থের বচনের বঙ্গানুবাদ ও নানা চক্র অঙ্কিত করিয়া
বুঝাইয়া দিয়াছি। ইহাতে জন্মপত্রিকা প্রস্তুত ও গণনা-প্রণালী, আয়ুগণনা, গ্রহগণের
শয়নাদি দ্বাদশ ভাবগণনা, ইষ্টদণ্ডশোধন- প্রণালী, যোটক বিচার, সসন্ধি দ্বাদশভাবফুট গণনা
ও সাময়িক শুভাশুভ বিচারে যাহা কিছু প্রয়োজন সমস্তই আছে। এতদ্ব্যতীত উদাহরণার্থ এই
গ্রন্থে দেশের প্রধান ব্যক্তিবর্গের জন্মপত্রিকা প্রদত্ত হইয়াছে। দিন কত পাশ্চাত্য
শিক্ষার মোহে পড়িয়৷ অনেকেই জ্যোতিষশাস্ত্রে বীতরাগ হইয়াছিলেন ; কিন্তু দেশের সৌভাগ্য
বলিতে হইবে, তাঁহাদের সুমতি হইয়াছে। তাঁহারা পুনরায় স্বদেশীয় শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান্
হইয়াছেন ; আশা করি, সেই সমস্ত দেশহিতৈষী মহামু-ভবগণ অনুগ্রহ করিয়া আমাদিগের এই পুস্তকখানি
একবার পাঠ করিয়া দেখিবেন । জ্যোতিষশিক্ষার্থিগণ যাহাতে অনায়াসে ইহার মর্ম্ম হৃদয়ঙ্গম
করিতে পারেন, তদ্বিষয়ে বিশেষ পরিশ্রম করা হইয়াছে । এক্ষণে এই “জ্যোতিষ-প্রভাকর” পাঠে
শিক্ষাথিগণের ফলিত-জ্যোতিষের ফল-মীমাংসা-জ্ঞানলাভের সুবিধা হইলে আমি শ্রম সার্থক জ্ঞান
করিব ।
- Stock: In Stock
- Author: Shri Kailash Chandra Jyotisharnob
- SKU: DCI-00620