
Click to open expanded view
About the Book:- Moni Bigyane Bhagya Pariksha | গ্রহরত্ন নির্বাচন করাই হল এই গ্রন্থের আলোচ্য বিষয়। এটিকে ফলিত জ্যোতিষের ওপর ভিত্তি করা হয়েছে। হস্তরেখা দেখে অর্থাৎ সামুদ্রিক শাস্ত্রের ওপর নির্ভর করেও মণিরত্ন নির্ব্বাচন করা যায় কিন্তু পাছে বিষয়টি অধিকতর জটিল ও ভারাক্রন্ত হয়ে পড়ে এই আশঙ্কায় এ গ্রন্থে সামুদ্রিক শাস্ত্রের অবতারণা করা হয় নি। ফলিত জ্যোতিষের প্রধান অবলম্বন হল – জাতকের জন্ম-পত্রিকা। কিন্তু জন্ম-পত্রিকা প্রস্তুত করা হল গণিত জ্যোতিষের অন্তর্গত। তাই এ পুস্তকে কোষ্ঠি প্রস্তুত বিষয়ে কিছু লেখা হয় নি। বিষয়টি বর্জ্জন করবার আর একটি কারণ এই যে এ বিষয়ে বিশেষজ্ঞঃগণ রচিত উৎকৃষ্ট শ্রেণীর বহু পুস্তক বাজারে পাওয়া যায়।
মণিরত্ন নির্ব্বাচনাদি ব্যাপারে প্রসঙ্গতঃ বহুতত্ত্বেরই
অবতারণা করতে হলেও নিম্নোক্ত তিনটি বিষয়ের মধ্যেই সমস্ত আলোচনা সীমাবদ্ধ আছে—
১। মণিরত্নাদির সাধারণ বিবরণ ও মণিতত্ত্ব
২। বর্ণতত্ত্ব ও গ্রহরত্ন নিরূপণ
৩। জন্ম-পত্রিকা হতে জাতকের পক্ষে অশুভ গ্রহ নির্ণয় এবং
ধারণীয় রত্ন নিৰ্ব্বাচন।
উপরোক্ত বিষয়গুলি যথাসম্ভব সহজবোধ্য এবং মোটামুটি ভাবেই
এ পুস্তকে আলোচিত হয়েছে। ঈশ্বরেচ্ছায় ভবিষ্যতে সুযোগ পেলে আরও কিছু আলোচনা করবার
ইচ্ছা রইলো।