
Click to open expanded view
About the Book: Baidik Jagotick jyotish: জ্যোতিষ একদম বিশ্বাস করেন না। তাঁদের কাছে খুব বিনীতভাবে জাগতিক
জ্যোতিষের কতকগুলি সত্য (fact) তুলে ধরেছি যেমন—
১) সূর্যের এবং গ্রহ সকলের রশ্মি পৃথিবীর সকল জীবের উপর ক্রিয়া করে এবং তাদের মনের উপরও প্রভাব বিস্তার করে।
২) সূর্য এবং চন্দ্রের অবস্থান অনুসারে সমুদ্রে জোয়ার-ভাটা হয়।
৩) গ্রহের গোচর (Transit)
মানুষের চিন্তা ব্যবহার এবং গোষ্ঠীর ব্যবহারের উপর প্রভাব বিস্তার করে।
৪) সৌর কলঙ্ক জলবায়ু ও আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করে। সৌর কলঙ্ক কলঙ্ক বেশি হলে পৃথিবীর বিভিন্ন স্থানে বেশি বৃষ্টিপাত হয় আবার কম থাকলে কম হয়। যে সকল বছরে বেশি সৌর কলঙ্ক থাকে সেই সব বৎসরে গাছের জ্যোতি বেশি বাড়ে (বেশি সবুজ) অন্যান্য বৎসরের তুলনায়।
৫) সৌরমণ্ডলের পরিবর্তন— মানুষের স্বাস্থ্য, ব্যবহারের, ব্যবসার, উন্নত ফলন, নির্মাণকার্য ইত্যাদির ওপর প্রভাব ফেলে।
৬) গ্রহ মহামারী, ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদির ওপর প্রভাব বিস্তার করে।
৭) সূর্য এবং চন্দ্রগ্রহণ প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, শিশুদের বিষম বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে।
৮) বসন্ত, হাম ইত্যাদির প্রাদুর্ভাব মঙ্গলের সহিত সম্পর্কযুক্ত। মঙ্গল পৃথিবীর কাছাকাছি এলে মহামারী দেখা যায় ।
৯) সৌরকলঙ্ক বৃহস্পতির চক্রের সাথে সম্পর্কযুক্ত। বৃহস্পতি সূর্যের কাছে এলে মেরুদণ্ডের মেনিনজাইটিস মহামারী আকারে ছড়িয়ে পড়ে।
১০) গ্রহগুলি যখন একত্রে (conjunct) বর্গ (squire ৯০°) এবং বিপরীতে (১৮০°) থাকে এবং একই সঙ্গে চুম্বকীয় ঝড় সৃষ্টি হয়। যখন শনি বৃহস্পতি এবং মঙ্গল সমদূরত্বে থাকে রবির পরিপ্রেক্ষিতে সেক্সস্টাইল (৬০°) অথবা ট্রাইনে (১২০°)
- Stock: In Stock
- Author: Dr. Laxminarayan Chakraborty
- SKU: DCI-00674
- ISBN: 978-934824562