
Click to open expanded view
Bidhilipi | Jyotish Pustak | Bengali | বিধিলিপি (জ্যোতিষ পুস্তক) | ড. এস. এস. চ্যাটার্জী | সংস্কৃত পুস্তক ভাণ্ডার | বইটি কেমন : লগ্ন, লগ্নপতি, চন্দ্র, রবি প্রবল হলে জাতক খ্যাতিমান পুরুষ থাকেন। কেন্দ্র, ত্রিকোণে গ্রহরা প্রবল হয়। লগ্নপতি ৬/৮/১২ বা যোগকারক গ্রহ এই ভাবে থাকলে গ্রহরা প্রবল হয়। শনি ও বৃহস্পতির ৬/৮ সম্পর্ক শুভ নয়। জন্ম ...... গ্রহ নক্ষত্রের কল্পিরো মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রর করে। নবমভাব পীড়িত হলে ভাগ্য এসেও চলে যায় কয়েকটি শুভ যোগ যেমন, পমহাপুরুষযোগ, গজকেশরী যোগ, মুদ্রিকা যোগ, পারিজাত যোগ মানুষকে সফল করে। যে ভাবটি পীড়িত সেই ভাবের ব্যাপারে জাতকরা দুর্বলতা থাকবে। দশমপতি প্রবল হলে ভাল জীবিকা হয়। অষ্টম ও দ্বাদশভাব পীড়িত হলে অনেক দুর্ণাম হয়। ৪/৫টি গ্রহ দুর্বল হলে বা বক্রী বলে জীবন যুক্তময় হয়। একটি গ্রহও যদি নিজ রাশিতে থাকে, মানুষ চেষ্টা করে বড় হতে পারে। ৬/৮/১২ পতিদের দশাতে জন্ম হলে মানুষ অপেক্ষা ক্লেশ পায়। ১৭৫টি উদাহরণের সাহায্যে মানুষের হাসি ও কান্নার কারণ ব্যাখ্যা করা হয়েছে। বইটি জ্ঞানের ভাণ্ডার। প্রত্যেকর বইটি পড়া উচিত। শম, রম, রাহু, শর, শকে, শরা, বুম যোগ অঙ্ক। শনির বিপরীতে রবি থাকলে বা পর একইভাবে থাকলে জীবনে উত্থান ও পতন ভয়ঙ্কর হয়। শরীরে বহু রোগ বাসা বাঁধে বিধির বিধান লঙ্ঘন করা সম্ভব নয়।