
Click to open expanded view
About the Book:- প্রখ্যাত জ্যোতির্বিদ হাওড়া পণ্ডিত সমাজের জ্যোতিষ বিভাগের অন্যতম অধ্যক্ষ শ্রী রঞ্জিত কুমার জ্যোতিষ শাস্ত্রী এক অভিনব গাণিতিক বিচারে জীবিকা নির্ণয়ে জ্যোতিষ গ্রন্থটি প্রকাশ করছেন। এর বিচারশৈলী যেমন প্রাকৃতিক শুভাশুভত্ব, ভিন্ন ভিন্ন ভাবে দৃষ্টি, ভিন্ন ভিন্ন ভাবে স্থিতি, পরস্পর শত্রুমিত্র সমতা, আধিপত্য ও স্বক্ষেত্রাদিতে অবস্থান হেতু বলাবলের তারতম্য, কারকতা, গ্রহগণের পরস্পর যোগদৃষ্টি, ক্ষেত্র বিনিময়াদি সম্বন্ধ ইত্যাদি ক্রমে বৃত্তি নিরূপনে দ্বাদশভাবের তিনি অবতারনা করেছেন। তার মধ্যে আবার দশম ভাবকে “দশমে সর্ব্বৈব গ্রহ: শুভ: ন তু সপ্তাষ্টকে”, এই শাস্ত্রীয় প্রমাণকে সম্মুখে রেখে কর্ম ও কর্মজনিত ভাগ্য দশমভাব ও দশমস্থানকে পরিস্ফুট করেছেন। সেই দশমভাব জীবিকা নির্ণয়ে তথা ভাগ্য নির্ণয়ে সুন্দর প্রয়োগ ও বিশ্লেষণমুখী অভিনব সিদ্ধান্তের সূচনা করে জনজীবনে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মধ্যে কারকতা, বিশেষভাবে বিশ্লেষণ করে ভাগ্যনির্ণয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবার দেখা যায় পরাশর প্রদর্শিত প্রাণপাদ লগ্নের বিচারশৈলী নিশ্চয়লগ্নের আদ্যক্ষর নির্ণয়ে, বৃত্তির স্বরূপতায় ওজ, সমরাশি ও ষষ্ঠ্যাংশপতির বিনিময়ে সঠিকভাবে ফলাফলের যুক্তি স্থাপন করেছেন। জ্যোতিষ যে বেদের অঙ্গ এ কথাও মুনিঋষিরা সদর্পে ঘোষণা করেছেন। ‘‘জ্যোতির্বিজ্ঞানন্তু যোবেদ: স যাতি পরমাং গতিম্।” এই প্রমাণেও বেদজ্ঞ ও গণিতজ্ঞ শাস্ত্রী মহাশয় সাংখ্যদর্শনে পঞ্চতত্ত্বের বিভাজনে, “ক্ষিত্যপ তেজ মরুৎ ব্যোম:। কালা: দিগ্বদেহি নৌ মনঃ।। মনের এই অহংতত্ত্ব ভাবের ব্যঞ্জনায় বায়ুতত্ত্ব প্রভৃতির উদাহরণ মানবদেহের মধ্যে বিশ্লেষণ করে জ্যোতিষের এই ফল শাস্ত্রের অকাট্য প্রমাণে সহায়তা করেছেন দেহিজীবনের বৃত্তি নিদ্ধারণে।
Composition | |
Product Code | DCI-00440 |
Edition | 2010 |
Condition | Semi Old |
Language | Bengali |
Binding | Paperback |
Pages | 121 |
Dimension | 21.5 x 14.5 x 1.5 CM |
Weight | 180 GR |
Country of Origin | India |