
Click to open expanded view
About the Book:- Jyotish Bicharer Nabadiganta : অষ্টাদশ ঋষি প্ৰবৰ্ত্তিত ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের সৌন্দর্য সৌরভের ব্যাপ্তি ও গভীরতা অসীম এবং এই অসীম ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের অন্যতম প্রধান সংস্থাপক হিসাবে মহর্ষি পরাশর সর্বাগ্রগণ্য। ঋষি পরবর্তীকালে বরাহমিহির, কল্যাণবর্মা এবং ইদানীং সময়ে কে.এস. কৃষ্ণমূর্ত্তি প্রভৃতি প্রতিভাবানরা ভারতীয় জ্যোতিষের গতিশীল রূপদানে অনবদ্য ভূমিকা পালন করেছেন। বর্তমান গ্রন্থকার পরমজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ জ্যোতিষবোদ্ধা, নবধারানয়নের ভগীরথ জ্যোতিষগুরু ডাঃ রণতোষ সাহা ইতিপূর্বে তাঁর প্রকাশিত গ্রন্থ সমূহে নতুন আঙ্গিকের প্রকরণগত শৈলীর প্রবর্ত্তন দ্বারা ভারতীয় জ্যোতিষকে একটি সুশৃঙ্খল বৈজ্ঞানিক ধারায় প্রবর্ত্তিত করতে সক্ষম হয়েছেন এবং ফলাদেশকে এক অভাবনীয় পূর্ণতার পাদপীঠে উপনীত করিয়েছেন।
তাঁর বর্তমান
গ্রন্থ‘জ্যোতিষবিচারের
নবদিগন্তে’ - নিজস্ব
শৈলীর মুন্সিয়ানায়
জ্যোতিষের নবাধারাপাতের
উন্মোচক। পর্যবেক্ষণ
ও বিশ্লেষণের
সুসঙ্গত মাধ্যমে
অভ্রান্ত সিদ্ধান্তে
উপনীত হবার
উপজীব্যতায় প্রাণবন্ত।
যাঁরা জ্যোতিষশাস্ত্রের
অধ্যয়নে রয়েছেন
তাঁরা এই
গ্রন্থ নিৰ্দ্দের্শিত
পথে জ্যোতিষ
বিচারের বিভ্রান্তিময়
জটিলতা থেকে
মুক্তি হ’তে
পারবেন এবং
জ্যোতিষের সামর্থকে
প্রত্যক্ষের আলোকে
এনে কৃত্তিত্বের
ভাগীদার হয়ে
আনন্দলাভে সক্ষম
হবেন।
- Stock: In Stock
- Author: Dr. Ranatosh Saha
- SKU: DCI-00358