
Click to open expanded view
এই গ্রন্থ রচনার উদ্দেশ্য কি?
About the Book: Jyotish Yog Sanchayan: সাধারণতঃ জ্যোতিষীরা রাজযোগ,
ধনযোগ, কেমক্রমযোগ, দারিদ্র্যযোগ ইত্যাদি কথা কোষ্ঠীবিচারকালে বলে
থাকেন। রাজা যেমন
সর্বসাধারণের মধ্যে প্রধান
ব্যক্তি, তেমনি সবরকম
শুভযোগের মধ্যে রাজযোগকে প্রধান মনে করে
মহর্ষি পরাশর রাজযোগ
সম্বন্ধে একটা বিস্তৃত অধ্যায় তাঁর গ্রন্থে সন্নিবেশিত করেছেন। এই
রাজযোগ থাকলেই মানুষ
রাজা হবে না।
আবার রাজযোগসম্বন্ধী গ্রহ শুভাবস্থায় থাকলেও বিশেষ বিশেষ
কারণে মানুষ রাজযোগের উত্তম ফল পাবে
না।
এই গ্রন্থে আমি
শুভযোগসমূহ গ্রহের কোন
কোন অবস্থায় হয়,
এবং তৎসত্ত্বেও কী
কারণে মানুষ শুভযোগসমূহের উত্তম ফল পায়
না তা বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা
করেছি। তেমনি কোন
কোন অবস্থায় অশুভযোগ হয় এবং কোন
কারণে মানবজীবনে ঐ
অশুভযোগের প্রভাব কঠোরভাবে প্রতিফলিত হয় অথবা
গ্রহের কোন অবস্থায় ঐ ধরনের অশুভযোগের তীব্রতা হ্রাস পায়
তা-ও বর্ণনা
করেছি।
মহর্ষি পরাশর রাজযোগ
নাম দিয়ে বেশীরভাগ শুভযোগের বর্ণনা করলেও,
বরাহমিহিরাচার্য তাঁর ‘বৃহজ্জাতক’ গ্রন্থে শুভ বা অশুভযোগের ভিন্ন ভিন্ন নাম
দিয়ে বহু শ্লোকের সন্নিবেশ করেছেন। এই
গ্রন্থে যথাসম্ভব বিস্তারিতভাবে তার বর্ণনা ও
ব্যাখ্যা করার চেষ্টা
হয়েছে। পরবর্তীকালে পূর্বোক্ত মনীষিগণের শ্লোক অনুসরণ
করে একাধিক কৃতী
জ্যোতির্বিদ বহু গ্রন্থ
রচনা করেছেন। তন্মধ্যে ‘জাতকপারিজাত, ‘ফলদীপিকা, ‘সবার্থচিন্তামণি’ প্রভৃতি গ্রন্থের নাম উল্লেখযোগ্য। এই গ্রন্থগুলি হতে কয়েকটি বিশেষ
যোগও যথাসম্ভব বিস্তারিতভাবে বর্ণনা করেছি। এতদ্ব্যতীত অন্ধত্ব, মূক ও
বধিরতা, মস্তিষ্ক-বিকৃতি
প্রভৃতি বহু রকমের
অশুভযোগ, দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি, ধনযোগ, বিদ্যাযোগ, সন্ন্যাসযোগ ইত্যাদি নানা ধরনের
শুভাশুভযোগের বিবরণ এই
গ্রন্থে স্থান পেয়েছে।
নবজাত শিশুর জন্মলগ্ন পরীক্ষা সম্বন্ধে একটি ছোট্ট অধ্যায় এই গ্রন্থে স্থান পেয়েছে যার মূল্য জ্যোতিষীর কাছে অসাধারণ। বালারিষ্ট ও আয়ু বিচারের সংকেত সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। এ
- Stock: In Stock
- Author: Shri Harihar Majumdar
- SKU: DCI-00283