
Click to open expanded view
About the Book:-
প্রফেসর কৃষ্ণমূর্ত্তির
নামের সঙ্গে
আজ জ্যোতিষ
জগতের সকলেই
পরিচিত। নিজের
অভিজ্ঞতাকে পাথেয়
করে অসাধারণ
পর্যবেক্ষণ শক্তি
বলে তিনি
এক অনবদ্য
দিগন্তের উন্মোচন
ও বিচার
ধারায় প্রয়াসী
হয়েছিলেন। এই
গ্রন্থে ড.
রামকৃষ্ণ শাস্ত্রী
সেই প্রয়োগ
কৌশলকে বিভিন্ন
ভিত্তিক করে
তুলেছেন। কৃষ্ণমূর্তিজী
জ্যোতিষের ক্ষেত্রে
এমন একটি
পদ্ধতি আবিষ্কার
করতে চেয়েছিলেন
যা জটিলতা
বর্জিত এবং
১০০ভাগ সঠিক
ভবিষ্যদ্বাণী করতে
সক্ষম।
জ্যেতিষশাস্ত্র হৃদয়ঙ্গম
করতে হলে
অয়নাংশ, গণিতশাস্ত্র
এবং সর্বোপরি
কারকতা সম্বন্ধে
সঠিক ধ্যান-ধারনার
প্রয়োজন। শাস্ত্রী
মহাশয় এই
গ্রন্থে, গ্রহের
কারকতা, ভাবের
কারকতা, নক্ষত্রের
কারকতা, সাব
ও সাবের
বৈশিষ্ট্য, কৃষ্ণমূর্তি
পদ্ধতিতে রাশিচক্র
প্রস্তুত করা
ও যোটক
বিচার, হোরা
বিচার, আয়ুবিচার,
সাড়ে সাতি,
পাত্র-পাত্রী
নির্বাচন প্রভৃতি
পাঠকের সামনে
তুলে ধরার
প্রয়াস চালিয়েছেন।
ড. রামকৃষ্ণ
শাস্ত্রী মহাশয়
জ্যোতিষ শাস্ত্রের
গৌরব প্রতিষ্ঠার
কাজে সমর্পিত।
তার নিরলস
প্রয়াস অবশ্যই
সাফল্য মণ্ডিত
হবে। গ্রন্থটি
সর্বজন গ্রাহী
হবে বলেই
আমার ধারণা।
এই গ্রন্থটি
তার কর্মজীবন
ও শিক্ষাজীবনের
শ্রেষ্ঠ সম্পদ।
‘ফলিত
জ্যোতিষ প্রচলিত
অন্যান্য গ্রন্থের
মধ্যে এই
‘কৃষ্ণমূর্তি পদ্ধতিতে
ভাগ্য বিচার’ নামক
গ্রন্থটি স্বয়ংসম্পূর্ণ
এবং কালোপযোগী।
ভারতীয় ফলিত
জ্যোতিষের ফলাফল
বিচারের প্রায়
সমস্ত দিকই
এই গ্রন্থে
আলোচিত।
- Stock: In Stock
- Author: Prof. Dr. Ramkrishna Shastri
- SKU: DCI-00313
- ISBN: 978-819223326