





Click to open expanded view
About the Book:-
ভালো জ্যোতিষী
হতে গেলে
তাঁকে মনোবিজ্ঞানে
(PSYCHOLOGY) পারদর্শী হওয়া
উচিত। এই
বোধ ও
মননের ভাবনা
থেকেই এই
পুস্তক রচনার
প্রবৃত্তি। মনের
মানস পটে
বৃত্তি যখন
ইতিবাচকের ঢেউ
তোলে তখন
সেই ব্যক্তিই
কিন্তু জ্যোতিষীর
চেম্বারে আসেন।
আদর্শ মনস্তাত্ত্বিক
জ্যোতিষীর কাজ
সে ব্যক্তির
রাশিচক্রে বর্ত্তমান
গ্রহ সন্নিবেশ
ও দশা-অন্তর্দশার
সাপেক্ষে ঐ
প্রবৃত্তির ঢেউকে
কিভাবে নিরোধ
করে তার
জীবনকে আনন্দময়,
সুখময় ও
স্বস্তিময় করে
তোলা যাবে
সেই ব্যাপারে
মিথস্ক্রিয়ার (INTERACTION) মাধ্যমে
মনস্তাত্ত্বিক পরামর্শ
দান করা।
গ্রহস্থিত নক্ষত্র
বিচার্য্য বিষয়ের
সাপেক্ষে জাতকের
মনস্তাত্ত্বিক জগতের
অভিব্যক্তির পরিবর্তন
ঘটায়। সেই
পরিবর্তনে জাতকের
অনুকূল বা
প্রতিকূল ফলপ্রাপ্তি
হতে পারে।
ঐ ফল
গ্রহণ করার
ক্ষেত্রে জাতকের
মানসিক প্রস্তুতি
সম্পর্কীয় পরামর্শ
দান করাই
হল আদর্শ
জ্যোতিষীর কাজ।
তাই এই
বই লেখার
সময় বিভিন্ন
গ্রহদের যোগজ
ফল জাতকের
বিরুদ্ধে গিয়ে
যে DISORDER তৈরী
করে এবং
তার পরিণতির
সম্ভাব্য দিকগুলি
উল্লেখ করার
সময়ও মনস্তাত্ত্বিক
ভাবনার প্রতিফলন
ঘটানো হয়েছে।
জ্যোতিষ পর্যবেক্ষণমূলক
শাস্ত্র। দীর্ঘ
তিন দশক
ধরে এই
শাস্ত্র চর্চা
ও পাঠদানের
অভিজ্ঞতা থেকে
উঠে আসা
বিভিন্ন তথ্য
পরবর্তীকালে বিভিন্ন
রাশিচক্রে প্রয়োগ
করে যে
ইতিবাচক ফল
পেয়েছি, সেই
ফলের কথাও
এই বইটিতে
সূত্রায়ন হিসাবে
উল্লেখ করা
হয়েছে।
- Stock: In Stock
- Author: Debasish Bandopadhyay
- SKU: DCI-00294
- ISBN: 81-89158139