
Click to open expanded view
বইটি কেমন : মোট তিনটি
অধ্যায় আছে।
মনুষ্যজীবনে গ্রহের
প্রভাব লিখেছেন
প্রথম অধ্যায়ে।
বড়বড় লোকদের
ছক বিচার
বিশ্লেষণ করেছেন।
কেন বড়
হল তার
উত্তর দিয়েছেন।
দ্বিতীয় অধ্যায়ে
জীবনে উত্থান
ও পতনের
কথা লিখেছেন।
গরিবহওয়ার যোগ,
ধনী হওয়ার
যোগের কথা
লিখেছেন। ২২০টি
উদাহরণের সাহায্যে
নিজের বক্তব্য
রেখেছেন। মনুষ্য
জীবন গ্রহদ্বারা
পরিচালিত। জন্মসময়ে
যেরকম গ্রহ
থাকবে সেই
ভাবেই চলবে
জীবন। রবি
দুর্বল হলে
সফলতা হয়
না। রবি,
চন্দ্র, লগ্ন,
লগ্নপতি প্রবল
হলে সুখে
থাকা যায়।
শনি, রবি
ও চন্দ্রকে
দেখলে আয়ুর
হ্রাস হয়।
অষ্টমপতি বক্রী
হওয়া অশুভ।
অষ্টমপতি, বৃহস্পতি
দৃষ্ট হলে
জীবন সফল
হয়। অষ্টমপতিকে
শনি দেখলে
জাতক গরিব
হবে। সকল
শ্রেণীর লোকের
ছক দেখানো
হয়েছে।
তৃতীয় অধ্যায়ে
বক্রী গ্রহের
রহস্য বর্ণনা
করা হয়েছে।
ষষ্ঠপতি বক্রী
হলে জীবনটি
ঝামেলাতে জড়িয়ে
পড়ে। অষ্টমপতি
বক্রী হলে
আয়ুর হ্রাস
হয়। শনি
অষ্টমপতিকে দেখলে
জাতক ভিখারী
হবে। দ্বাদশপতি
বক্রী হলে
মানুষের খরচের
বৃদ্ধি হয়।
দ্বাদশপতি শুভ
গ্রহ হয়ে
প্রবল হলে
জাতক ধনী
হয়।