
Click to open expanded view
|| কিছু কথা
||
অনেক পরিশ্রমের ফসল স্বরূপ অব্যর্থ গ্রহদোষ প্রতিকার ও নানা সমস্যা মুক্তি গ্রন্থটি প্রকাশিত হলো। কিন্তু মানুষের সমস্যা যেন দিন দিন বেড়েই চলেছে। ফলতঃ মানুষের চাহিদাও ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বিশেষতঃ বহু মানুষই রত্নের পরিবর্তে সহজ প্রতিকার ব্যবস্থা খুঁজছেন। কারণ রত্ন বহুমূল্য হওয়ার কারণে সকলের পক্ষে রত্ন ধারণ করাও সম্ভব হয়ে ওঠে না। জন্মছক অনুসারে জাতক বা জাতিকার দশা-অন্তর্দশা সাপেক্ষে যে নানাবিধ সমস্যা আসে সেগুলি নিবারণের হেতু সব সময় রত্ন ধারণ করাও সম্ভব হয় না। আবার সেই অনুসারে রত্ন ধারণ করলে তা দীর্ঘদিন ব্যবহার করাও যায় না, একসময় তা পরিবর্তন করার প্রয়োজন হয়। ফলতঃ সেটা সাধারণ মানুষের কাছে একটা সমস্যার ব্যাপার হয়ে ওঠে।
এতো গেল গ্রহ অবস্থানের কারণে দুর্ভোগের কথা। কিন্তু এছাড়াও জীবনে এক এক সময় এমন বিচিত্র বিচিত্র সমস্যা এসে উপস্থিত হয় যার সমাধান করতে গিয়ে যে অর্থ ব্যয় হয় তা বুঝি জীবনে আর এক সমস্যা ডেকে আনে, আর তা হলো অর্থনৈতিক সমস্যা। তাই এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ দিতে এই গ্রন্থ প্রকাশিত হলো যার দ্বারা বহু মানুষ উপকৃত হবেন ।
বর্তমান বাজারে এই ধরণের গ্রন্থ কিছু আছে বটে কিন্তু কোনো গ্রন্থতেই বিস্তারিত উল্লেখ পাওয়া যায় না, অর্থাৎ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয় না। ফলে যিনি প্রতিকার করবেন তিনি খেই হারিয়ে ফেলেন কিভাবে কি করবেন
এই ভেবে। আমি নিজে একজন মাতৃসাধক। তাই এই গ্রন্থে বহু প্রতিকারই আছে। যা আমি নিজে কারো
না কারো প্রয়োজনে প্রয়োগ করে দেখেছি এবং ফল লাভও হয়েছে। তাই নিশ্চিত্ত মনে সেসব
প্রতিকারের কথা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। অন্যান্য গ্রন্থের প্রতিকার ব্যবস্থার
সাথে এই গ্রন্থের প্রতিকার ব্যবস্থার এখানেই তফাৎ। মনে পূর্ণ বিশ্বাস নিয়ে প্রতিকারগুলি
যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তবে আমার দৃঢ় বিশ্বাস ফললাভ হবেই। চাই কর্মের সঠিকতা
ও দ্রব্যের সঠিকতা, তাহলে প্রতিকার সফল নিশ্চিত।
সর্বশেষে বলি যদি কোন মানুষ
এই গ্রন্থে উল্লেখিত প্রতিকার থেকে লাভবান হন তবে আমাদের পরিশ্রম সার্থক বলে মনে করব।
জয় মা ইচ্ছাময়ী কালী। জয় মা তারা। জয় গুরু বামদেব। সকলের মঙ্গল করো মা।
শুভায়
ভবতু
ডঃ
শ্রী সঞ্জয় শাস্ত্রী
জ্যোতিষাচার্য্য
শ্রীবোস