







Click to open expanded view
About the Book:-
জ্যোতিষশাস্ত্র বিভাগে
‘রাশি ও
লগ্ন বিজ্ঞান
রহস্য’
গ্রন্থটি এক
বিশেষ সম্পদ
হিসাবে গণ্য
হতে পারে।
কারণ এর
বিশ্লেষণ পদ্ধতি
এবং বক্তব্যের
বলিষ্ঠতা পাঠককে
সহজেই আকর্ষণ
করবে। ব্যক্তিগতভাবে
আমি কৌতূহলবশে
রাশি, লগ্ন
ইত্যাদি বিষয়
নিয়ে কিছু
পরীক্ষা-নিরীক্ষা
করে দেখেছি,
তাতে শতকরা
৯৫ জনের
ক্ষেত্রে ফলাফল
নির্ভুল প্রমাণিত
হয়েছে।
শুধু ফলাফল
নয়, এ
গ্রন্থের অন্যান্য
উল্লেখ্য বিষয়
হল—
(ক) নক্ষত্রের
কারকতা ও
গুণাগুণ, (খ)
দ্বাদশভাবের বিচার্য
বিষয়, (গ)
লগ্ন হিসাবে
শুভাশুভ গ্রহ,
(ঘ) গ্রহগণের
গোচরফল ইত্যাদি।
এছাড়া অন্যান্য
বিষয়গুলি জিজ্ঞাসু
পাঠকদের আগ্রহ
নিবৃত্ত করবে।
পণ্ডিত শ্রীরামকৃষ্ণ
শাস্ত্রী অনেক
গ্রন্থ লিখেছেন,
কিন্তু এই
গ্রন্থটিই তাঁর
পক্ষে যথেষ্ট
যে, তিনি
শুধু হস্তরেখা
বিচারক বা
ভবিষ্যৎ বক্তা
নন; তিনি
জ্যোতিষবিশারদ ও
গবেষক। ‘জ্যোতিষসম্রাট’ উপাধির
প্রতিও তিনি
সুবিচার করেছেন।
সম্রাটের ন্যায়
তাঁর আধিপত্য
জ্যোতিষশাস্ত্রের খুঁটিনাটি
বিষয়ে। সত্য
কথা বলতে
কি ‘রাশি
ও লগ্ন
বিজ্ঞান রহস্য’ গ্রন্থটি
শুধু আকৃষ্ট
করেনি বিশেষ
কৌতুহলী করে
তুলেছে আমাকে।
পরিশেষে আমি
দৃঢ়তার সঙ্গে
বলছি যাঁরা
জ্যোতিষে প্রকৃত
পক্ষে আগ্রহী
ও চর্চা
করেন এবং
সামান্যতম আগ্রহ
আছে তাঁদের
কাছে এই
গ্রন্থটি অপরিহার্য।
গ্রন্থটিকে কখনই
অন্যান্য প্রচলিত
গ্রন্থের সমমূল্যায়নে
বিচার করবেন
না এটাই
আমার একাত্ত
অনুরোধ।
- Stock: In Stock
- Author: Prof. Dr. Ramkrishna Shastri
- SKU: DCI-00310