



Click to open expanded view
About the Book:-
বর্তমান জটিল
সামাজিক জীবনের
পরিপ্রেক্ষিতে বিচার
করলে দেখা
যায় আমরা
সকলেই কম-বেশি
রুজি-রোজগার
তথা আয়-উপার্জনের
ব্যাপারে ভুগে
থাকি। সকলেই
এর থেকে
মুক্তির পথ
খুঁজি। মুক্তির
ভেতর দিয়েই
আমরা তৃপ্তিরস
আস্বাদন করি।
আমি জ্যোতিষী।
জ্যোতিষশাস্ত্র বিষয়
আমার ধ্যান-জ্ঞান,
তন্ত্র-মন্ত্র-ফলিত
এ সবের
আঙিনাগুলোতেই আমার
বিচরণ। ওঠা-বসা,
সেই সূত্রে
আমার দৃষ্টিকোণটাও
হয়েছে ওইরকম।
তাই আমি
যে কোনও
বিষয়ে মুক্তির
পথ দেখি
এবং অন্যদেরও
দেখাবার চেষ্টা
করি একই
দৃষ্টিকোণ থেকে।
অনেকেই এর
থেকে তাঁর
চাওয়া বিষয়ে
পাওনাটুকু পেয়ে
যান। অর্থাৎ
মুক্তি স্বাদ
লাভ করেন।
যেমন—
“যদি
আপনি মেঘমুক্ত
আকাশ দেখে
কোনও কাজে
যান। কিন্তু
ঘর থেকে
বেরোবার পর
বিনা মেঘেই
বৃষ্টি পড়তে
থাকে, অর্থাৎ
সামান্য মেঘ
দেখা দিয়েই
বৃষ্টি শুরু
হয়ে যায়
এবং আপনি
ভিজে যান,
তাহলে ধনধান্য
প্রাপ্তির সম্ভাবনা
থাকে।”
জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ
থেকে এটাই
হল টিপস্।
এরকম অজস্র
টিপসের উল্লেখ
করা হয়েছে
এখানে। টিপস্ই
যে অভ্রান্ত
সে কথা
বলব না।
অধিকাংশই অপরীক্ষিত
রয়ে গেছে।
আপনারা পরীক্ষা
করে দেখতে
পারেন। কোন
টিপস যদি
আপনার মুখে
তৃপ্তির হাসি
এনে দিতে
পারে তাতেই
আমার সার্থকতা
ও তৃপ্তি।
এই পুস্তকটি
রচনার ক্ষেত্রে
বহু জ্ঞানী-গুণী
লেখকের লিখিত
পুস্তকের সাহায্য
নিয়েছি। সেজন্য
তাঁদের সকলের
নিকট আমি
ঋণ স্বীকার
করছি ও
কৃতজ্ঞতা জানাচ্ছি।
- Stock: In Stock
- Author: Prof. Arup Shastri & Prof. Makhonlal Shastri
- SKU: DCI-00293