
Click to open expanded view
About the Book:-
আধুনিক বিশ্বে
বিজ্ঞানের অগ্রগতিতে
আমরা শতধা
বিস্মিত হয়ে
থাকি, কিন্তু
নবগ্রহের বন্ধনে
আমরা কোন
আকর্ষণী শক্তিতে
আবদ্ধ হয়ে
আছি, কেউ
এখনো স্পষ্টভাবে
নির্ণয় করে
উঠতে পারেননি।
আমাদের ভারতবর্ষের
জ্যোতির্বিজ্ঞানীরা এসব
তত্ত্বের উদ্ভাবন
করেছিলেন। এক
দুর্জেয় অতীন্দ্রিয়
শক্তিবলে তাঁরা
জ্যোতিষশাস্ত্র ও
সংখ্যাতত্ত্বের অবিস্মরণীয়
প্রভাবের কথা
ব্যক্ত করে
গেছেন। এসব
ঘটনার কয়েক
হাজার বছর
পরে প্রাচ্য
ও পাশ্চাত্যের
কিছু বিদগ্ধ
গবেষক সংখ্যাতত্ত্বের
বিষয়টিকে মানবজীবনের
নিয়ন্ত্রণকারী অভিধারূপে
পুনরালোচনা করে
জনপ্রিয় করে
তুলেছেন, তাই
এগুলি আমাদের
কাছে বর্তমান
যুগেও প্রাসঙ্গিক
হয়ে উঠেছে।
আমরা এই
সনাতন শাস্ত্রের
অল্পবিস্তর একটা
সহজবোধ্য রূপ
দেওয়ার চেষ্টা
করেছি। বেশ
কিছু পণ্ডিত
ব্যক্তি সংখ্যাতত্ত্ব
বিষয়ে তাঁদের
পুস্তকে পাণ্ডিত্যপূর্ণ
আলোচনা করেছেন,
তাঁদের আমি
শ্রদ্ধার সঙ্গে
স্মরণ করি।
কিন্তু আমি
এই গ্রন্থটি
রচনা করেছি
সাধারণ পাঠকদের
উদ্দেশ্যে যাতে
তাঁরা এই
মহান শাস্ত্রটির
প্রতি সহজেই
আকর্ষণ অনুভব
করতে পারেন
এবং নিজেদের
বিষয়ে কিছু
অজানা তথ্য
অবগত হতে
পারেন। আমি
চাই পাঠক
সহজভাবে সংখ্যাতত্ত্বের
সব সত্য
অবগত হোন,
নিজেদের জীবনে
সেইসব সত্যের
প্রয়োগ ঘটান
এবং আপন
সন্তানদের উপযুক্ত
পথে পরিচালিত
করুন।
আমার সুহৃদ
পাঠকগণ যদি
কোনোভাবে এই
গ্রন্থটি দ্বারা
উপকৃত হন,
তাহলে আমার
অক্লান্ত পরিশ্রম
লাঘব হবে।
- Stock: In Stock
- Author: Dr. Akhil Majumdar
- SKU: DCI-00303
- ISBN: 978-938719421