



Click to open expanded view
গ্রহ বিরুদ্ধ হইলে মানবের নানাপ্রকার অশুভ হইয়া থাকে। এই জন্যই প্রয়োজন হয় গ্রহ শান্তির। কিন্তু জ্যোতিষশাস্ত্রের গতি কিঞ্চিৎ ধীর, ফলে কর্মফল বোঝা যায় একটু দেরীতে। তাই অনেকের ধৈর্য্যচ্যুতি হয়ে থাকে। ফলে অনেকের কাছে এই শাস্ত্র নিষ্প্রয়োজন মনে হয়ে থাকে। এই শাস্ত্র দ্বারা মানুষ বিপদের পূর্বাভাষ পেয়ে বিপদ এড়াতে পারে। মানসিক উন্নত হয়ে সুখ-দুঃখকে জয় করে এই উন্নত সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে
পারে।
এই গ্রন্থখানিতে গ্রহগণের উৎপত্তি, বর্ণ,
গায়ত্রী, পূজা, জপ, হোম প্রভৃতি সমস্ত বিষয়ই লিপিবদ্ধ করা হয়েছে। সাধারণের যাহাতে
বোধগম্য হয়, এজন্য সহজ সরল বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে। এছাড়াও নবগ্রহের পৃথকভাবে
পূজাদি, ইন্দ্ৰাদিদশদিকপালের পূজা, নয়টি গ্রহের স্তোত্র, হোম, কবচাদি ও রত্নাদি সন্নিবেশিত
করা হইয়াছে। জ্যোতিষ পণ্ডিত মহলে এই গ্রন্থ আদরণীয় ও উপকারের প্রয়াস পেলে আমার শ্রম
সার্থক মনে করব।
- Stock: In Stock
- Author: Pt. Loknath Chakraborty and Prof. Makhonlal Shastri
- SKU: DCI-00120