



Click to open expanded view
About the Book - Kalsarpa | Kal Sarpa | Acharya Satyanandaji | Bengali | কালসর্প | আচার্য সত্যানন্দজী | ভারতীয় জ্যোতিষে যে ভয়ানক যোগগুলির উল্লেখ আছে সেগুলির মধ্যে ভয়ংকতম যোগটি হল কালসর্প-যোগ। কালসর্প হল এমন এক বিশেষ যোগ যা কোনো মানুষের সব চাইতে প্রিয় বস্তুকে ছিনিয়ে নেয়। জীবনকে অব্যবস্থিত করে তোলে। বংশবৃদ্ধির অন্তরায় হয়ে দাঁড়ায়।
আমি বেশ কয়েকটি গ্রন্থের কয়েকটি অধ্যায় বিশ্লেষণ করে এবং
নিজের অনুভবের আধারে এই গ্রন্থটিকে সাজিয়ে তুলেছি। কালসৰ্প- যোগকে আরও উত্তমরূপে বোঝাবার
জন্য আমি বিভিন্ন গ্রহের শুভ ও অশুভ বিষয়ের উপরেও পাঠকদের জানাতে চেষ্টা করেছি। এ-ছাড়াও
হস্তরেখায় কালসর্পকে কীভাবে চিহ্নিত করা যায় এ-ব্যাপারে সম্পূর্ণ দলিল আমিই প্রথম
আমার গ্রন্থে উল্লেখ করেছি। এ-আমার সম্পূর্ণ নিজস্ব গবেষণা। কোনো গ্রন্থে কোথাও এর
উল্লেখ পাওয়া যাবে না। আশা করি, বাংলা ভাষায় প্রকাশিত এই কালসর্প ও নবগ্রহ নামের
দুর্লভ গ্রন্থটি একটি সংগ্রহযোগ্য গ্রন্থ হয়ে উঠবে। যাঁরা জ্যোতিষ-বিদ্যা শিক্ষা করছেন,
যাঁরা জ্যোতিষানুরাগী এবং যাঁরা জ্যোতিষীর পেশায় নিযুক্ত তাঁদের জন্য এই গ্রন্থটি
পথপ্রদর্শকের ভূমিকা গ্রহণ করবে। নতুন পদ্ধতিকে গ্রহণ করা এবং পুরোনো সংস্কারকে সাজিয়ে
রাখাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এক্ষেত্রে আমার প্রত্যেক গ্রন্থই অদূর ভবিষ্যতে
আপনাদের আগত বিপদের সম্পর্কে সচেতন করে তুলবে এবং আপনাদের দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে
সাহায্য করবে।
আচার্য সত্যানন্দজী