
Click to open expanded view
About the Book:- Nutan Angike Bharatiya Jyotish by S. N. Sardar :- জ্যোতিষশাস্ত্র অতি প্রাচীন এবং নিঃসন্দেহে জটিল ও কঠিন। আমি চেষ্টা করেছি নতুন শিক্ষার্থীদের উপযোগী করে জটিল ও কঠিন এই শাস্ত্রকে সহজ সরলভাবে সবার কাছে তুলে ধরতে জানিনা সেকাজে আমি কতটুকু সফল। দীর্ঘদিন জ্যোতিষশাস্ত্র নিয়ে অক্লান্ত অনুশীলন করার পর আমার অভিজ্ঞতায় যা পেয়েছি, তা আমি এই গ্রন্থে স্থান দিয়েছি। আশা করি সহৃদয় পাঠক/পাঠিকা এই গ্রন্থখানি পাঠ করে বিশেষ উপকৃত হবেন।
ভারতীয় জ্যোতিষ শাস্ত্রকে নতুন আঙ্গিকে এই গ্রন্থে পরিবেশন করা হয়েছে। জন্মকুন্ডলীর সঙ্গে ষষ্ঠাংশ কুন্ডলীর ব্যবহার ও তার যথাযথ ব্যাখ্যা পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। মানবজীবনের নানা শুভাশুভ ঘটনাবলী নিরুপণের সূত্রাবলী এবং তার প্রয়োগ জন্মকুন্ডলী ও ষষ্ঠাংশ কুন্ডলী সহ বিশদ আলোচনা যা এই গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে, তা হয়তো এর আগে বাংলা ভাষায় কোন গ্রন্থে প্রকাশিত হয়নি। নতুন শিক্ষার্থী ও সহৃদয় পাঠক/পাঠিকা এই গ্রন্থখানি পাঠ করে বিশেষভাবে উপকৃত হবেন। প্রকৃত জ্যোতিষ অনুরাগী, শিক্ষার্থী এবং সাধারণ পাঠক/পাঠিকারা যদি কোনভাবে উপকৃত হ’ন, তবে আমার ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করবো।