
Click to open expanded view
About the Book:-
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে
হাজার বছরেরও
আগে বলা
হয়েছে যে,
এই রত্নগুলি
ও মূল্যবান
পাথরগুলি গ্রহ-নক্ষত্রের
কু-প্রভাব
দ্বারা উৎপন্ন
রোগ দূর
করার শক্তি
রাখে। এইসব
রত্ন ধারণ
করলে অস্বচ্ছলতা
দূর হয়।
কিছু রত্নবিজ্ঞানী
রত্ন এবং
মূল্যবান পাথরগুলির
মধ্যে ম্যাসমারিজম
টেলিপ্যাথি ও
আধ্যাত্মিক বিদ্যার
গুণ আছে
বলেছেন। রত্নবিজ্ঞানীদের
মতে এইসব
রত্নের মধ্যে
এমন অনেক
গুপ্তশক্তি লুকিয়ে
আছে যা
ইউরোপ, আমেরিকা,
মিশর, রোম,
আরব, ভারতবর্ষ
প্রভৃতি দেশের
রত্নবিজ্ঞানীগণ বলছেন—রত্ন
ও বহুমূল্যবান
পাথরগুলির মধ্যে
একটা শক্তি
নিহিত আছে।
তাঁরা বহু
গবেষণায় জানতে
পেরেছেন যে
এইসব রত্ন
এবং বহুমূল্যের
পাথরগুলি ব্যবহারে
কি কি
লাভ হয়।
তাঁরা আরও
বলেছেন—এইসব
রত্ন বা
বহুমূল্য পাথর
ধারণ করলে
মানুষের বহুবিধ
উপকার হয়।
জটিল রোগ
দূর করতে,
ধনবান হতে,
এইসব রত্ন
সাহায্য করে।
প্রত্যেক শিক্ষিত
ব্যক্তির কাছে
অনুরোধ, তাঁরা
যেন এইসব
রত্ন বা
পাথরের শক্তি
সম্বন্ধে জ্ঞানলাভ
করে নিজের
এবং পরিচিতদের
জীবনে শান্তি
ও সফলতা
আনেন।