



Click to open expanded view
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত
সংঘের প্রতিষ্ঠাতা
আচার্য শ্রীল
অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত
স্বামী প্রভুপাদের
কৃপাসিক্ত শ্রীমৎ
জয়পতাকা স্বামী
মহারাজের শ্রীচরণাশ্রিত
ও আশীর্বাদ
ধন্য শ্রীতারকব্রহ্ম
দাসের সম্পাদনায়
“ শ্রীশ্রী নবদ্বীপ
ধামতত্ত্ব ও
ষোলক্রোশ পরিক্রমা
মাহাত্ম্য” নামক
শীর্ষক গ্রন্থটি
সম্প্রতি প্রকাশিত
হলো।
দ্বাপরের ব্রজের
মাধুর্য বিগ্রহ
শ্রীশ্রীরাধাকৃষ্ণই মিলিত
তনু হয়ে
কলিযুগে শ্রীনবদ্বীপে
ঔদার্য বিগ্রহ
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু
রূপে আবির্ভূত
হয়েছেন। শ্রীনবদ্বীপ
ধাম সপরিকর
শ্রীগৌরাঙ্গের লীলাভূমি।
শ্রীতারক ব্রহ্ম
দাস শ্রীগৌরাঙ্গ
মহাপ্রভু এবং
তদীয় পার্ষদগণের
দিব্যলীলাস্থলী শ্রীনবদ্বীপ
মণ্ডলের বিভিন্ন
লীলাস্থানের তত্ত্ব,
তথ্য ও
লীলাদি তার
সম্পাদিত গ্রন্থে
সুনিপুণ ভাবে
লিপিবদ্ধ করেছেন।
ষোলক্রোশ নবদ্বীপ
মণ্ডলের নয়টি
দ্বীপের বিবরণ
পৃথক পৃথক
ভাবে এই
গ্রন্থে আলোচনা
করা হয়েছে।
যারা শ্রীনবদ্বীপ
ধামের সপরিকর
মহাপ্রভু শ্রীগৌরাঙ্গের
লীলা স্থানাদির
বিষয়ে জানতে
আগ্রহী এবং
ষোলক্রোশ শ্রীনবদ্বীপ
মণ্ডল পরিক্রমায়
অংশ গ্রহণে
অভিলাষী তাঁরা
এই গ্রন্থটি
অবশ্যই সংগ্রহ
করে পাঠ
ও বিচার
করবেন। সপার্ষদ
মহাপ্রভু শ্রীগৌরাঙ্গের
লীলাভূমি শ্রীনবদ্বীপ
মণ্ডলের বিভিন্ন
স্থানের মাহাত্ম্য
ও লীলারসে
পরিপূর্ণ এই
গ্রন্থরত্ন বহু
যত্ন ও
প্রচেষ্টার ফলে
সম্পাদনের অপূর্ব
সমাবেশ সুধী
ভক্তবৃন্দের নিকট
পরমাদরণীয় হবে
বলে আশা
করি। আমার
দৃঢ় বিশ্বাস
এই যে,
অত্র গ্রন্থ
সজ্জন ভক্তগণের
পরিক্রমার ক্ষেত্রে
প্রয়োজনের বিশেষ
সহায়ক হয়ে
শ্রীমান সম্পাদকের
মহতী প্রচেষ্টাকে
সার্থককরে তুলবে।
- Stock: In Stock
- Author: Shri Tarakbramha Das Bramhachary
- SKU: DCI-00185