
Click to open expanded view
About the Book: Bingshottari Dasa O Gochar Bichar or Vimsottari Dasha O Gochar Bichar or Vimshattari Dasa O Gochar Bichar : বিংশোত্তরী দশা আবিষ্কার মহর্ষি পরাশরের এক অবিস্মরণীয় কীর্তি। তিনি তাঁর গ্রন্থ ‘বৃহৎ পরাশরী হোরা’য় ৪২ প্রকার দশার কথা উল্লেখ করেছেন। কিন্তু উক্ত ৪২ প্রকার দশার মধ্যে বিংশোত্তরী দশাই প্রধান। বর্তমান গ্রন্থে মহর্ষি পরাশর বর্ণিত বিংশোত্তরী দশান্তর্দশার ফল যথাযথ ভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া বিংশোত্তরী দশা বিচারের সংক্ষিপ্ত নিয়মাবলী এমনভাবে লিপিবদ্ধ করা হয়েছে যার দ্বারা সাধারণ পাঠকেরও দশান্তর্দশা সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা জন্মায়। জন্ম রাশিচক্রে যে যে ঘটনার ইঙ্গিত আছে গোচরে সেই সেই ঘটনা প্রকট হয়। আলোচ্য গ্রন্থে দশান্তর্দশা এবং গোচর সম্পর্কিত যাবতীয় গবেষণা সুসংহত ভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম পর্যায়ে দশান্তর্দর্শা ও গোচরের যাবতীয় সূত্রাবলী পরিবেশন করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে দশান্তর্দশা এবং গোচর জনিত ফলাফল ও তার যথাযথ ব্যাখ্যা পাঠকদের সামনে তুলে ধরা হয়েছ। এছাড়া উক্ত দশান্তদর্শা ও গোচর বিচারের সূত্রাবলী এবং তার প্রয়োগ কৌশল জন্মকুণ্ডলীসহ বিশদ আলোচনা যা এই গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে, তা হয়তো এর আগে বাংলা ভাষায় কোন গ্রন্থে প্রকাশিত হয়নি। গ্রন্থটি ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অনুগামীরা ছাড়াও কৃষ্ণমূর্তি পদ্ধতির অনুগামীরাও ফলাদেশ করার ক্ষেত্রে গোচর বিচারের সূত্রাবলী ও তার প্রয়োগ কৌশল অংশটি ব্যবহারে প্রভূত উপকৃত হবেন। আর যাঁরা গোচর সম্পর্কে গবেষণা করতে চান, এই গ্রন্থের কিছু উপাদান তাঁদের কাজে লাগতে পারে। পরিশেষে, সহৃদয় পাঠক এই গ্রন্থ অবলম্বনে যে কোন উল্লেখযোগ্য ঘটনা যথা—বিবাহ, সন্তানলাভ, কর্মলাভ, বিদেশযাত্রা, দুর্ঘটনা, রোগভোগ ইত্যাদি কোন্ সময়ে ঘটবে তা অনায়াসে নিরূপণ করতে পারবেন।