
Click to open expanded view
About
the Book:- বর্তমানে বহু মানুষ কষ্টার্জিত অর্থ সঞ্চয় করিয়া জীবনটা
সুখে-শান্তিতে কাটাইবার জন্য এবং মনোমত সুন্দর জায়গায় বসবাসের জন্য ঘরবাড়ি অথবা
ব্যবসার উদ্দেশ্যে বাড়ি নির্মাণ করিয়া থাকেন। বাড়ি নির্মাণের পূর্বে অনেকেই জ্যোতিষ
শাস্ত্রের, আবার অনেকে পঞ্জিকার দিনক্ষণ দেখিয়া থাকেন। কাহারও যদি বাস্তুভিটা ও গৃহবন্ধের
মধ্যে কোন প্রকার দোষ থাকে তাহা হইলে গৃহকর্তা সেই দোষে দুষ্ট হইয়া বিপদাপন্ন হন।
কাহারও রোগ হয়, কাহারও পুত্র-কন্যা বিয়োগ ঘটে। আবার কোন সময় গৃহকর্তারও মৃত্যু হয়।
ব্যবসায়ীদের ক্ষেত্রেও অনুরূপ নানা দুর্ঘটনার কবলে কবলিত হইয়া ব্যবসা বন্ধ হইয়া
যায়। এইসব ঘটনা যাহাতে না ঘটে সেইজন্য গৃহকর্তারা অথবা ব্যবসায়ীরা জ্যোতিষী ও বিজ্ঞ
ব্রাহ্মণদের মতামত গ্রহণের জন্য তাঁহাদের নিকট পরামর্শ লইয়া থাকেন।
বাস্তুভিটা ও গৃহ লইয়া মনুষ্যকুলের মধ্যে বহুবিধ সমস্যা
লক্ষ্য করিয়া মানবকল্যাণে বহুবিধ সমাধান বাক্য মহর্ষি বেদব্যাস তাঁহার প্রণীত অষ্টাদশ
পুরাণে উল্লেখ করিয়াছেন। আধুনিক বাস্তুকারগণ গৃহ নির্মাণের নানান কায়দা-কানুন দর্শাইয়া
থাকেন মাত্র, কিন্তু বাস্তুর দোষগুণ বিচার করেন না। মানবকুল যাহাতে সুখে-শান্তিতে বসবাস
করিতে সক্ষম হন, সেইদিকে লক্ষ্য রাখিয়া মানবকল্যাণে বহুবিধ গ্রন্থাদি হইতে সংগ্রহ
করিয়া ‘বৃহৎ ভারতীয় বাস্তুশাস্ত্র' নামক গ্রন্থটি রচিত হইল। সুধী পাঠকমণ্ডলী এই মহতী
গ্রন্থ পাঠ পূর্বক গৃহ নির্মাণ কার্যে শুভ ও মঙ্গল প্রত্যক্ষ করিয়া উপকৃত হইলে আমার
ও মাননীয় প্রকাশকের শ্রম ও অর্থব্যয় সার্থক বলিয়া মনে করিব।