Click to open expanded view
“পাওয়ার অফ
ইয়োর সাব-কনশাস মাইণ্ড”
এই পুস্তক
হচ্ছে মস্তিষ্কের মূলভূত সত্যতাকে সহজ ভাষায়
বোঝানোর এক
প্রচেষ্টা। জীবন
এবং মস্তিষ্কের মূলভূত নিয়মগুলোকে দৈনন্দিন জীবনের
সহজ ভাষায়
বোঝানো পূর্ণ
রূপে সম্ভবপর
হয়।
একজন মনুষ্য দুঃখী কেন হন ? অন্যজন সুখী কেন হন ? কোন মনুষ্য সুখী এবং সমৃদ্ধ কেন হন ? আর কেউ দুঃখী এবং দরিদ্র কেন হন ? একজন মনুষ্য ভয়ভীত এবং মানসিক চাপগ্রস্ত কেন হন? আর অন্য কেউ আস্হাবান এবং আত্মবিশ্বাসী কেন হন ? একজন মনুষ্যের কাছে সুন্দর আর বিলাসবহুল বাড়ী কেন থাকে? আর অন্যজন ঝুপড়িতে কেন বসবাস করেন? একজন মনুষ্য নিজের জীবনে অত্যন্ত সফল আর অন্য কেউ প্রচণ্ড রকম ভাবে ব্যর্থ কেন হন ? আপনাদের চেতন আর অবচেতন মনে এই সব প্রশ্নের কোন উত্তর পাওয়া যেতে পারে কি ? নিশ্চিত রূপে পাওয়া যেতে পারে। এই পুস্তকের অধ্যয়ণ করলে এবং এই পুস্তকে জানানো টেকনিকগুলোর প্রয়োগ করলে আপনারা সেই চমৎকারী শক্তির ব্যাপারে জানতে পারবেন... যেটা দ্বিধা, দুঃখ, উদাসী আর ব্যর্থতার কু-চক্র থেকে বাইরে বেরিয়ে আসতে আপনাদের সহায়তা করবে। সেই চমৎকারী শক্তি আপনাদের নিজেদের গন্তব্য পর্যন্ত পৌঁছতে সহায়তা করবে... আপনাদের সমস্যার সমাধান করবে... মানসিক এবং শারীরিক শৃঙ্খল থেকে আপনাদেরকে মুক্ত করবে। এই পুস্তক আপনাদের পুনরায় সুস্হ, উৎসাহী এবং শক্তিশালী করে তুলতে পারে।<