Click to open expanded view
মানুষের সঙ্গে
সম্পর্ক তৈরি
করার ক্ষমতা
বাড়িয়ে তোলার
জন্য যদি
আপনার তীব্র
আকাঙ্ক্ষা ও
দৃঢ়সংকল্প থাকে
তাহলে এটি
আপনার জন্য
সঠিক বই।“অন্য
মানুষদের দুবছর
আপনার প্রতি
আগ্রহী করে
তোলার চেষ্টা
করার চেয়ে
অন্যদের প্রতি
আগ্রহ দেখিয়ে
আপনি অনেক
বেশি বন্ধু
লাভ করতে
পারেন।”
মানুষের সঙ্গে
সম্পর্ক গড়ার
মৌলিক কৌশল
থেকে আপনাকে
মানুষের পছন্দ
করানোর বিভিন্ন
পথসহ এই
বই আপনার
মতো করে
তাদের ভাবতে
শেকার জন্য
অন্তদৃষ্টি এনে
দেয়; আপনার
কাজ করানোর
সামর্থ্যকে বাড়িয়ে
দেয়; নেতা
হবার পথ
তৈরি করে
দেয় এবং
ক্ষুব্ধ না
করে মানুষকে
পরিবর্তিত করে
দেয়; আর
দ্রুত বন্ধুলাভ
করিয়ে দেয়।
ডেল কার্নেগির
সময়োত্তীর্ণ জনপ্রিয়
বই হাউ
টু উইন
ফ্রেন্ডস অ্যান্ড
ইনফ্লুয়েন্স পিপল
বিখ্যাত এবং
সফল বন্ধু
মানুষের অনুপ্রেরণা।
আগেকার মতো
এখনও এই
আধুনিক সময়েও
প্রাসঙ্গিক নীতিমালাসহ
এই বই
মানুষকে তাদের
সাফল্যের পথে
সহায়তা করে
চলেছে।