



Click to open expanded view
একজন জাতক জাতিকার কর্মভাব বিচার করার কিছু অভিনবত্ব দেখা
যাবে এই গ্রন্থে, যা প্রয়োগ করে জ্যোতিশিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হবে বলে আমার বিশ্বাস
এবং বস্তুতপক্ষে স্বার্থক রূপায়নে ফলপ্রসু হবে। তাই জাতক/ জাতিকার বিভিন্ন বিষয় পেশা
তুলে ধরে তাদের কিছু নির্দিষ্ট সূত্রাবলী উল্লেখ করা হয়। এবং এই সূত্রাবলী বিভিন্নক্ষেত্রে
চাকরী, ব্যবসা, পেশা নির্ণয়ের কিছু না কিছু সাহায্য করবে। এই গ্রন্থে প্রথমে গ্রহদেব
কিছু সাধারণ ধর্ম, তাদের প্রকৃতি, রাশি ও তাদের প্রকৃতি, অগ্নি-পৃত্থি-বায়ু এবং চর,
স্থির দ্ব্যাত্মক প্রভৃতির নীরিখে তাদের স্বার্থক রূপায়ন উল্লেখ করা হল।
যেমন কোনও রাশিচক্রে ১০ ম ভাবে মঙ্গল-শনির সমন্বয়ে জাতক
একজন প্রোমোটার হতে পারে, ভূ-তাত্ত্বিক (সম্বন্ধীয়) বিভাগের একজন অফিসার ও হতে পারে,
হতে পারে একজন Technology বিভাগের অফিসার। অর্থাৎ একই গ্রহ সমন্বয়ে এবং তাত্ত্বিক
বিচারে তাদের কর্মক্ষেত্রে ভিন্নতা এনে দেয়।
বর্তমান সময়ে কাজের কর্মের পরিধি বহুদূর বিস্তৃত। তাই কোন
জাতক কোন বিষয়ে কর্মে যুক্ত হবে, তা এক ঝলকে বলে দেওয়া সম্ভব নয়, এবং কোনও শর্টকাট
সূত্র নেই যা সহজেই বলে দেওয়া সম্ভব। তাই শিক্ষার্থীর প্রয়োজন প্রচুর চার্ট বিশ্লেষণ
করা। যতবেশী চর্চা করবে সেই জাতক/ জাতিকা অনেকটাই সাফল্যের সোপানে প্রবেশ করবে। প্রথমে
Post Predicted অর্থাৎ যে জাতক/ জাতিকা সম্বন্ধে জানা আছে সেই চার্ট অধিক থেকে অধিকতর
বিশ্লেষণ করতে হবে এবং তৎপরবর্তী Pre-Prediction- এ অবতীর্ণ হতে হবে।
ধন্যবাদান্তে—
শ্রীদেবব্রত
(SREE DEBABRATA)