



Click to open expanded view
আমাদের মনে
রাখতে হবে
প্রত্যেক কুণ্ডলীর
স্বতন্ত্রতা রয়েছে।
তার মধ্য
হতে সাজিয়ে
নিয়ে একজন
জাতক-জাতিকার
শিক্ষা হবে
কি হবে
না; হলে
কোন বিষয়ের
ইঙ্গিত বহন
করছে তারই
ক্ষুদ্রতম প্রয়াস
স্বরূপ এই
গ্রন্থখানি পাঠকবর্গকে
উৎসর্গ করলাম।
এই গ্রন্থখানিতে
কিছু বিশেষ
ব্যক্তির Horoscope নিয়ে
যেমন বিশ্লেষণ
করার চেষ্টা
করেছি তেমনি,
সাধারণ ব্যক্তি
বিশেষের কুণ্ডলী-বিশ্লেষণ
করার চেষ্টা
করেছি। বিগত
দিনের স্বনামধন্য
ব্যক্তির সাথে
সাথে বর্তমান
সময়ের কিছু
আমার Predicted chart বিশ্লেষণের
মাধ্যমে ছাত্র-ছাত্রীরা
আগামীদিনে কোন
কোন বিষয়ে
(Educational stream) উল্লেখযোগ্য ভূমিকা
পালন করতে
পারে (Pre-prediction) সে
বিষয়ে আলোকপাত
করার চেষ্টা
করলাম।
অনেক Horoscope বিচার
করা কালীন
এও লক্ষ্য
করেছি বহু
জাতক/ জাতিকার
যে বিষয়ে
(Subject) শিক্ষা বিস্তারের
সম্ভাবনা ছিল,
বাড়ির বাবা-মা-আত্মীয়স্বজন
শিক্ষক মহাশয়
অথবা বন্ধু
বান্ধবদের প্রভাবে
বিপরীত পথে
চালিত হয়েছে।
এর ফলে
যে সব
ছাত্র-ছাত্রীর
উচ্চশিক্ষার যোগ
রয়েছে তারা
উচ্চশিক্ষিত হয়েছে
কিন্তু হয়তো
প্রতিকূল পথে।
জ্যোতিষের আলোকে
যদি অনুকূল
পথে পরিচালিত
হয়, সেই
জাতক/ জাতিকার
শিক্ষাক্ষেত্রে উন্নতির
সহজ হয়ে
ওঠে। একইভাবে
এও লক্ষ্য
করেছি যাদের
যে বিষয়ে
শিক্ষালাভে উপযোগিতা থাকত কিন্তু নির্বাচন সঠিক না হওয়ায়
তাদের শিক্ষাক্ষেত্রে তথা জীবনে Carrier- র ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়নি।
এইখানেই জ্যোতিষের গুরুত্ব। সুতরাং ছাত্রছাত্রীদের
Horoscope Study- র মাধ্যমে সঠিক ভাবে বিষয় নির্বাচন করে তার জীবনে Carrier- এর ক্ষেত্রে
বিশেষভাবে সহায়ক এই অতিপ্রাকৃত প্রাচীন জ্যোতিষশাস্ত্রের। তাই জ্যোতিষশাস্ত্রের আধুনিকীকরণের
বিশেষ প্রয়োজন বর্তমান সময়ের জন্য। এই গ্রন্থে প্রথমে কোন কোন বিষয়ের (subject)
জন্য কোন কোন ভাব; কোন কোন রাশি; কোন কোন গ্রহ-নক্ষত্রের সমন্বয়ে প্রয়োজন তা প্রথমে
আলোচনা করেছি এবং তৎপরবর্তী Horoscope বিশ্লেষণ করার চেষ্টা করেছি, যা নবাগত/ নবাগতা
জ্যোতিষ শিক্ষার্থীর বিশেষ সহায়ক হবে আমার বিশ্বাস এবং সার্থক রূপায়ণ হবে আশা রাখি।
ধন্যবাদান্তে—
শ্রীদেবব্রত
(SREE DEBABRATA)