Click to open expanded view
।। শ্রীহরিঃ ৷৷
প্রাকথন
সাংসারিক দুঃখে ব্যথিত
মানুষের হতাশা প্রশমন
করার জন্য এবং
শাশ্বত সুখের খোঁজে
নিমগ্ন পরমার্থ-পথ-পথিকগণের পথ-প্রদর্শন করার জন্য এই
‘ অমৃত-বিন্দু ’ নামক পুস্তকটি প্রস্তুত করা হয়েছে। এই পুস্তকে মূল্যবান বিন্দুর চয়ন করা
হয়েছে পরমশ্রদ্ধেয় স্বামী শ্রীরামসুখদাসজী মহারাজের অমৃতময়ী বাণী থেকে।
অনেক বছর ধরে
এই ‘ অমৃত-বিন্দু
’ ‘ কল্যাণ ’ মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পাঠকের সুবিধার্থে তাকে
বিভিন্ন বিষয়ে বিভক্ত
করে পুস্তকাকারে প্রকাশ
করা হল।
এই পুস্তকের প্রতিটি বিন্দুর মধ্যেই সাগরের
গভীরতা বিদ্যমান। ছোট
ছোট বাণীগুলো সুগভীর
অর্থ বহন করছে।
এই বাণীগুলো পড়তে
যেমন বেশি সময়
লাগে না, তেমনি
হৃদয়ে ধারণ করতেও
পরিশ্রম হয় না।
বিভিন্ন বিষয়ের সঙ্গে
সম্বন্ধযুক্ত এই বাণী
সকলের জন্য এবং
সব সময়ের জন্য
উপযোগী। কে জানে
কোন্ সময় কোন্
কথা কার জীবন
ধারাকে বদলে দেবে!
কার হৃদয়-গ্রন্থি ভেদ করবে! কার
সংশয় দূর করবে!
কার চিন্তা, শোক,
অশান্তি নিবারণ করবে!
সেইজন্য সকল ভ্রাতা-ভগিনীর এই সংকলনটি থেকে লাভবান হওয়া
উচিত এবং‘অমৃত-বিন্দু ’-র ফোয়ারা থেকে নিজ-জীবনকে
সরস, সুখদ ও
সফল করতে সচেষ্ট
হওয়া উচিত।
বিনীত
রাজেন্দ্র কুমার ধবন