Click to open expanded view
বর্তমান গ্রন্থটি
তুলসীদাস বিরচিত
‘ শ্রীরামচরিতমানস ’-এর
অন্তর্গত সুন্দরকাণ্ডের
বঙ্গানুবাদ। সুন্দরকাণ্ডে
মোট ষাটটি
দোহা (চোপাই
সহ) আছে।
রাবণ কর্তৃক
সীতা অপহরণের
পর সীতার
অন্বেষণে শ্রীরামচন্দ্রের
প্রয়াসের কাহিনীই
সুন্দরকাণ্ডে সুন্দরভাবে
বর্ণনা করা
হয়েছে। মঙ্গলাচরণের
পর শ্রীহনুমানের
লঙ্কার উদ্দেশ্যে
গমন থেকে
শুরু করে সেতু বন্ধনের আগের সমস্ত ঘটনা এই কাণ্ডে উল্লেখিত
হয়েছে। হনুমান বিভীষণ সংবাদ, সীতা-হনুমান
সংবাদ, মন্দোদরী-রাবণ সংবাদ এবং হনুমান-রাবণ
সংবাদগুলিতে রামের যে গুণকীর্তন করা হয়েছে সেগুলিতে
কাব্যরস, আনন্দরস, বীররস এবং ভক্তিরস ঝঙ্কৃত হয়েছে। শ্রীরামভক্ত
হনুমানের শৌর্য-বীর্য-বিনয় ও ভক্তিরসের বর্ণনায় এই কাণ্ডটি
পরিপূর্ণ। মূল কবিতার ভাবানুযায়ী বঙ্গানুবাদও যে পাঠকদের মনকে
আকৃষ্ট করবে তাতে কোনো সন্দেহ নেই। অনুবাদক এবং প্রকাশন
সংস্থা গীতা প্রেস তার জন্য বাংলাভাষী পাঠকদের অবশ্যই ধন্যবাদ।
ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায়