Click to open expanded view
'হিন্দুধর্ম কী ও কেন ’ বিষয়ে কয়েকটি কথা।পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করেন, প্রতিটি ধর্মের নিজস্ব আচার-আচরণ ও সংস্কার আছে। সংস্কার বলতে কিন্তু কুসংস্কার নয়। সৎ,সুষ্ঠু, নিয়মানুবর্তীতার মধ্য দিয়ে জীবন যাপন করাই হল ধর্ম। ধর্মের পৃথক কোনো সংজ্ঞা নেই। আমরা হিন্দু। হিন্দু ধর্মেরও বেশ কিছু সংস্কার বর্তমান। ধর্মীয় আচার-আচরণের মধ্য দিয়েই আমরা মনের দুর্বলতা ঘটিতে জীবনে সন্তুষ্টি লাভ করতে পারি। ভোগ বিলাস, সুখ স্বাচ্ছন্দ্য হল মানুষের গৌন বিষয়। মানুষের আধ্যাত্মিক বিকাশই হল প্রকৃত মনুষত্বের বিকাশ। পুরাণ, বেদ অর্থাৎ ধর্মশাস্ত্রের মধ্য দিয়েই প্রাচীনকাল থেকে মানুষের জন্মকাল থেকে জীবনের শেষ অর্থাৎ মৃত্যু পর্যন্ত — এই দীর্ঘ পরিক্রমায় সংস্কারের বিধান পরিলক্ষিত হয়। এই বিধান অর্থাৎ সংস্কারের গূঢ় অর্থ প্রকাশিত হয়। এই বিধান উপলব্ধি করতে পারলে জানা যাবে সংস্কার আমাদের জীবনে। কী পরিমাণ প্রয়োজনীয়। প্রাচীন কালের মুণি ঋষিগণ ভোগ বিলাসকে গৌণ বিষয় হিসাবে ব্যক্ত করেছেন। জীবনের মুখ্য লক্ষ্য হল আধাত্মিক জ্ঞান অর্জন। ভোগ বিলাসকে গৌণ মনে করে স্বচ্ছ, সরল, সৎজীবন যাপন করার ধর্মীয় বিধান বা সংস্কারগুলি আমাদের অবশ্যই জানা ও পালন করা উচিত। হিন্দু ধর্ম কী এবং কেন ’ গ্রন্থখানি পাঠ করলে বিশদভাবে বিধানগুলি জানা যাবে। পরিশেষে আশা করি এই গ্রন্থটি হিন্দুধর্মাবলম্বীদের কাছে গ্রহণযোগ্য ও আদরণীয় হবে।
- Stock: In Stock
- Author: Pandit Loknath Chakraborty
- SKU: DCI-00102
- ISBN: 978-819430805