Click to open expanded view
ভগবদ্গীতা মানব
সমাজের প্রতি
বিশেষ আশীর্বাদ।
সমস্ত প্রকার
জ্ঞানের সমাহার।
এতে যেমন
পারমার্থিক বিস্তার
বর্ণনা রয়েছে,
তেমনিভাবে জাগতিক
জ্ঞানের বিশদ
বিবরণ পাওয়া
যায়। পারমার্থিক
বিষয় অর্থাৎ
ধর্মীয় জ্ঞানের
মূল ৫
টি বিষয়,
যেমন – ঈশ্বর
কে? আমাদের
শাস্ত্রে বহু
ঈশ্বরের নাকি
একেশ্বরের ভজনার
কথা বলা
হয়েছে? ঈশ্বরকে।
করার সঠিক
পন্থা কি?
ঈশ্বর ভজনের
জন্য কি
যোগ্যতার প্রয়োজন?
এ সমস্ত
বিষয় পরিষ্কারভাবে
ব্যাখ্যা করা
হয়েছে। সেই
সঙ্গে আমাদের
পরিচয় কি?
প্রকৃতির আসল
স্বরূপ কি?
কাল ও
কর্মের গতিবিধি
আদি ৫
টি বিষয়ের
সমাধান দেওয়া
হয়েছে। অপরদিকে
আমাদের দৈনন্দিন
দিনচর্চা- কখন
ঘুমাবো, কখন
ঘুম থেকে
উঠা উচিত,
ঘুম থেকে
উঠে কি
করব? কি
জাতীয় খাবার
খাব, কখন
খাব, কতটুকু
খাওয়া উচিত
ইত্যাদি বিষয়ে
গাইড লাইন
দেওয়া হয়েছে।
সেইসঙ্গে আমাদের
আচার ব্যবহারের
শালীনতার মানদন্ড
নির্ধারণ করা
হয়েছে। অর্থাৎ
মানব জীবনের
সম্পূর্ণ গাইড
লাইন হিসেবে
গ্রন্থটি বহুল
সমাদৃত। ভগবদ্গীতার
এই অনুপম
শিক্ষা সকল
শ্রেণীর মানুষের
কাছে বোধগম্য
করার লক্ষ্যে
এই ‘প্রশ্নোত্তরে
গীতা' গ্রন্থটি
অতুলনীয়। গ্রন্থটি
পাঠককে পড়ার
জন্য উত্তরোত্তর
আকর্ষণ বৃদ্ধি
করবে এবং
সেই সঙ্গে
গীতা জ্ঞানের
সঠিক উপযোগীতা
করতে পারবে।
গ্রন্থটি অতীব
সুসংবদ্ধভাবে সজ্জিত
হয়েছে। আশা
করি ধারাবাহিক
প্রশ্নোত্তর অধ্যয়নের
মাধ্যমে পাঠককে
গভীর থেকে
গভীরতম জ্ঞানে
আকৃষ্ট করে
তুলবে। নিজের
ভক্তিযোগের পুষ্টি
সাধনের জন্য
এবং অন্যের
কাছে সহজভাবে
গীতার জ্ঞান
তুলে ধরার
জন্য গ্রন্থটি
সকলের কাছে
খুবই সমাদৃত
হবে আশা করি।