Click to open expanded view
DCI Recommended
'লীলা-পুরুষোত্তম শ্রীকৃষ্ণ' গ্রন্থটি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত। KRSNA-The Supreme Personality of Godhead গ্রন্থের বঙ্গানুবাদ। শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ এবং শ্রীমৎ সুভগ স্বামী মহারাজ অক্লান্ত পরিশ্রম করে অতি প্রাঞ্জল ভাষায় এই গ্রন্থটি অনুবাদ করেছেন। তাই গ্রন্থটি অত্যন্ত সুখপাঠ্য হয়ে উঠেছে। ইতিমধ্যে এই গ্রন্থটি তিনটি খণ্ডে পৃথক পৃথক ভাবে অর্থাৎ তিনটি গ্রন্থে প্রকাশিত হয়েছিল। কিন্তু বহু সহৃদয় পাঠকদের অনুরোধে এবং আরও নানা কারণে এই নতুন সংস্করণে এই তিনটি খণ্ডকে একটি বড় গ্রন্থ আকারে সুদৃশ্য ও চমৎকার চিত্রাবলী সহ পরিবেশিত হল। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের শ্রীকৃষ্ণের সমগ্র লীলাবলী একই গ্রন্থের মধ্যে পরিবেশিত হওয়ায়, গ্রন্থটি যেমন একটি সুন্দর রূপ ধারণ করেছে, তেমনি পাঠকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। যে কোন উৎসবে, যে কোন গণ্যমান্য ব্যক্তিকে উপহার প্রদানে নিঃসন্দেহে এটি একটি অনুপম গ্রন্থ হিসাবে সমাদৃত হবে।
শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের পারমার্থিক বৈদিক গ্রন্থাবলী সমগ্র পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। ইংরেজী, জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান, রাশিয়ান ইত্যাদি ভাষায় এই গ্রন্থটি অনুবাদ হয়েছে। বিশ্বের সমগ্র মানুষের চিত্তে শ্রীকৃষ্ণের দিব্যলীলা সমন্বিত এই গ্রন্থটি যে আলোকপাত করবে, সেই সম্বন্ধে কোন সন্দেহ নেই। তার ফলে পাঠকবর্গ ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে, অনায়াসে দিব্য আনন্দে নিমগ্ন হবেন। যাঁরা কৃষ্ণলীলামৃত সুধা পান করতে চান, তাঁরা অবশ্যই এই নতুন সংস্করণের একটি অমূল্য কপি সংগ্রহ করতে ভুল করবেন না। সমগ্র বিশ্বের বহু মনীষী এই গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেছেন।
- Stock: In Stock
- Author: A.C.Bhaktivedanta Swami Prabhupada
- SKU: DCI-00164
- ISBN: 978-938598642