
Click to open expanded view
About the Book:-
এই ধাম শ্রীভগবানের এত প্রিয় যে তিনি নিজ নামানুসারে এই দিব্য ক্ষেত্রের নামকরণ করেছেন পুরুষোত্তমক্ষেত্র। এই ক্ষেত্রের পরিধি দশ যোজন, অর্থাৎ ১২০ কি. মি. অবধি বিস্তৃত। এই ক্ষেত্র সমুদ্র হতে অভিব্যক্ত হয়েছে এবং ভূমিক্ষেত্র বালুকামৃত। বালুকাময় এই তটভাগের মধ্যস্থলে একটি নীল পর্বত বিদ্যমান । ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বললেন, “মহাসাগরের উত্তরভাগে এবং মহানদীর দক্ষিণভাগে এক স্থান রয়েছে যার নাম উৎকলদেশ। এই স্থান অত্যন্ত রহস্যময় এবং সাধারণ মানুষের অগোচর । এখানে আমি আমার বিশেষ রূপে, পুরুষোত্তমরূপে বিরাজ করি। “হে ব্রহ্মা, তুমি সেখানে গিয়ে আমার ধ্যান কর। তখন পুরুষোত্তমক্ষেত্রের সকল মহিমা স্বতঃই তোমার নিকট প্রকাশিত হবে। এই স্থান বেদগোপ্য। আমার মায়াশক্তির প্রভাবে কেউই এই স্থান সম্বনেধ অবগত নয়, কিন্তু এখন আমার কৃপায় এই ধাম সকলের কাছে প্রকাশিত হবে। কেউ যদি এক নিঃশ্বাস কাল-মাত্র এখানে অবস্থান করে, তাহলে সে এক অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবে।”