



Click to open expanded view
বিগত পঁচিশ বছরে শ্রীল প্রভুপাদের শিষ্যগণ দিব্যনামের উপর বেশ কয়েকটি অপূর্ব গ্রন্থ প্রণয়ণ করেছেন। প্রতিটি গ্রন্থই শ্রীচৈতন্য মহাপ্রভুর অমেয় কৃপা-করুণার প্রত্যক্ষ প্রকাশ। সৎস্বরূপ গোস্বামীর জপ রিফর্ম নোটবুক-এর সাথে ঘটে ঐ করুণাধারার প্রথম তরঙ্গ-সম্পাত। শুভানন্দ দাস এরপর দিব্য-নাম প্রসঙ্গে প্রভুপাদের অমৃতময় উক্তি-বিবৃতি থেকে বহু করুণা-তরঙ্গ সংগ্রহ করে শ্রীনামামৃত নামক গ্রন্থটি প্রণয়ণ করেন। অবশেষে শচীনন্দন স্বামীর দ্বারা সম্প্রতি প্রকাশিত ‘দি নেক্ক্টারিয়ান ওশন অব্ দি হোলি নেম' গ্রন্থটি আবির্ভাবের সাথে সাথে এই করুণা-বারিধি উচ্ছ্বলিত হয়ে চতুর্দিকে প্লাবিত করতে শুরু করে। ছাপায় প্রকাশিত দিব্যনামের মহিমার প্রথম সূত্রপাত ঘটে তরঙ্গাকারে, তারপরে সেটি অমৃতধারায় পরিবর্তিত হয়, মহাসাগরের আকার ধারণ করে এবং অবশেষে একটি কৌশলরূপে রূপান্তরিত হয় 'হরেকৃষ্ণ মহামন্ত্র জপ-কৌশল’। হরেকৃষ্ণ মহামন্ত্রের মহিমা বর্ণনা করে প্রায় এক লক্ষ আট হাজারেরও বেশী শব্দ এই গ্রন্থে রয়েছে। এটি পড়ে কেউ হয়তো প্রশ্ন উত্থাপন করতে পারেন:“এই রকম ছোট্ট একটি মন্ত্র বর্ণনার জন্য এত শব্দ ব্যয় করা হয়েছে কেন? সর্বোপরি, মহামন্ত্রে তো মাত্র ষোলটি শব্দ রয়েছে! ” ভগবান শ্রীকৃষ্ণের দিব্যনাম অনন্ত এবং সম্পূর্ণ অপ্রাকৃত। মাত্র এক মুহূর্তের ব্যবধানেও এটিকে একইরকম বলে মনে হয় না। ক্ষণে ক্ষণে দিব্যনাম ‘ অবিরাম সম্প্রসারিত হয়ে ’ নব নব রূপে, নূতন আস্বাদে ও বৈশিষ্ট্যে প্রতিভাত হতে থাকে। এক সহস্র গ্রন্থ আর কোটি কোটি-শব্দও শ্রীকৃষ্ণের অপ্রাকৃত দিব্যনামের নিতান্তই বৈভবের অপর্যাপ্ত অসীম মহিমা বর্ণনা করতে থাকলেও তিনি হরেকৃষ্ণ মহামন্ত্রের অত্যুজ্জ্বল বিভূতি-বৈভবের সীমা খুঁজে পান না।
এই গ্রন্থের লেখক শ্রীল প্রভুপাদের নিকট ও পরম্পরাগত করুণাময় আচার্যবর্গ এবং মহাবদান্য শ্রীগৌরাঙ্গের চরণপদ্মে এই প্রার্থনা করছেন যে তাঁরা যেন এই গ্রন্থ-কর্মটিকে কৃপাশীর্বাদ-ধন্য করেন, এবং এটি তাঁদের করুণা-রূপ মহাবারিধি হতে উত্থিত আরো একটি ক্ষুদ্র তরঙ্গরূপে গ্রহণ করেন। নিষ্ঠাবান পাঠকদের নিকট এই গ্রন্থটি ভগবানের চিরমধুর অমৃতোপম নামসমূহ কীর্তনে রুচি-আসক্তি বর্ধিত করতে এবং জীবনের পরম সিদ্ধি — রাধাকৃষ্ণ প্রেম-সম্পদ লাভের সহায়ক হোক।
- Stock: In Stock
- Author: A.C.Bhaktivedanta Swami Prabhupada
- SKU: DCI-00183