Click to open expanded view
যেমন শ্রীকৃষ্ণ
হচ্ছেন পরম
পুরুষ ভগবানের
সকল রূপের
পরম উৎস
তেমনি শ্রীমতী
রাধারাণী সকল
ভগবৎ-বল্লভাগণের
উৎস বা
আকর যথা
লক্ষ্মীদেবী, রুক্মিনী,
সত্যভামা প্রভৃতি।
তিনি হচ্ছেন
মূল প্রকৃতি
বা আদি
প্ৰকৃতি। শ্রীমতী রাধারাণী
লীলামহিমা আমরা
এই সংকলনটি
গ্রথিত করেছি
বিভিন্ন প্রামাণিক
শাস্ত্রে বর্ণিত
এবং বৃন্দাবনের
গোস্বামীগণের দ্বারা
ব্যাখ্যাত শ্রীমতী
রাধারাণীর বিচিত্র
লীলাবলী হতে।
কিছু লীলা
গৃহীত হয়েছে
ব্রজমণ্ডল পরিক্রমা-বিষয়ক
গ্রন্থাবলী হতে।
এই লীলাগুলি
শাস্ত্রে উল্লেখিত
হয়নি, কিন্তু
এগুলি ব্রজবাসীগণ
বা ব্রজের
মহান সাধকবর্গের
দ্বারা বর্ণিত
হয়েছে। শ্রীমতী রাধারাণীর
লীলা বর্ণনার
পূর্বে এই
গ্রন্থে রাধাতত্ত্ব
ও শ্রীকৃষ্ণের
প্রতি রাধারাণীর
প্রেমের পবিত্রতা
সম্বন্ধে আলোচনা
করা হয়েছে।
এসম্বন্ধে তথ্য
রয়েছে শ্রীল
কৃষ্ণদাস কবিরাজ
গোস্বামী-কৃত
শ্রীচৈতন্য চরিতামৃত
গ্রন্থে, এবং
শ্রীল প্রভুপাদ
যার অনুবাদ
ও ব্যাখ্যা
করেছে।
গ্রন্থটি পাঠের পূর্বে পাঠককে এই জ্ঞানে উপনীত হতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমপুরুষোত্তম ভগবান এবং শ্রীমতী রাধারাণী হচ্ছেন তাঁর নিত্য লীলাসঙ্গিনী। তিনি শ্রীকৃষ্ণের আনন্দ-দায়িনী শক্তির মূর্ত বিগ্রহ স্বরূপিণী। তিনি কোনো সাধারণ নারী নন। এই গ্রন্থটি কেবলমাত্র সেইসব কৃষ্ণভক্তগণের জন্য, যারা শ্রীচৈতন্য মহাপ্রভু, ষড় গোস্বামী, আমাদের পূর্বতন আচার্যবর্গ ও আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ-এর আজ্ঞানুক্রমে শ্রীকৃষ্ণের ভজনানুশীলনে নিরত। রাধারাণীর লীলাবলী অনন্ত, এখানে কেবল স্বল্প কিছু মাত্র সংকলিত হয়েছে। আমরা আশা করছি যে ভক্তবৃন্দ এই গ্রন্থটি পাঠ করে আনন্দ লাভ করবেন এবং শ্রীমতী রাধারাণীর চরণকমলে গভীরতর ভক্তি বিকশিত করতে পারবেন।