Click to open expanded view
ঈশ্বর এবং তার ব্যক্তিত্ব কি মনুষ্যমনের নিছক কল্পনা? না তিনি সত্যই বিদ্যমান তাঁর চিন্ময় স্বরূপে? যদি তিনি বিরাজ করেন, তাহলে তাঁর ব্যক্তিত্ব আছে, তিনি কি ধরণের ব্যক্তি? তিনি কি আমাদের মতো ভৌতিক শরীর, যেগুলি জেনোম দ্বারা আকার প্রাপ্ত এবং ত্রিমাত্রিক পরিসর ও সময়ের মধ্যে সীমাবদ্ধ? না তিনি কোন অতীন্দ্রিয় ব্যক্তিত্ব যা কিনা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের বোধশক্তির ঊর্ধ্বে। এই গ্রন্থটিতে টি.ডি.সিং ও উইলিয়াম ফিলিপ্স এবং চালর্স টাউন্স, পদার্থবিদ্যার দুই বিশিষ্ট নোবেল জয়ী বিজ্ঞানীর সঙ্গে অনবদ্য আলোচনা উপস্থাপন করা হয়েছে। চার্লস টাউন্স ১৯৬৪ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার পেয়েছেন লেসার ও মেসার আবিষ্কার করার জন্য। তিনি ২০০৬ সালের টেম্পেলটন পুরষ্কার ও পেয়েছেন। লেসারে তার অবদান প্রযুক্তিবিদ্যার জগতে বিপ্লবের সূচনা করেছে এবং বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতির নতুন সীমা উন্মোচন করেছে। উইলিয়াম ফিলিপ্স পদার্থবিদ্যার ১৯৯৭ সালের নোবেল পুরষ্কার প্রাপ্ত হয়েছিলেন। তিনি লেসার ব্যবহার করে আধানহীন পরমাণুর শীতলীকরণ ও গতি মন্থর করার কৌশল আবিষ্কার করেন যেটি বৈজ্ঞানিকদের জন্য অতি সূক্ষ্ম পারমাণবিক ঘড়ি তৈরীর কৌশলের সন্ধান দেয়। এবং সেই অতি বিস্ময়কর বোস-আইনস্টাইন কনডেনসেশন ঘটায়। টি.ডি.সিং হলেন একজন বৈজ্ঞানিক, পি.এইচ.ডি. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভাইন, অ্যামেরিকা থেকে, এবং একই সঙ্গে ভারতের ভক্তিবেদান্ত ঐতিহ্যের একজন অধ্যাত্মবিও বটে। তিনি ঐ দুজনের সঙ্গে স্বয়ং দেখা করেন ও গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার বিনিময় করেন। দীর্ঘ ৩০ বছর ধরে ডঃ সিং বিজ্ঞান ও ধর্মের সমন্বয় সাধনের সংলাপ
- Stock: In Stock
- Author: Dr. T.D. Singh (Srimad Bhaktiswarup Damodar Swami)
- SKU: DCI-00173