Click to open expanded view
This book is specially directed to youths, and they will enjoy
every paragraph of this book.....I strongly recommend that youths read this
book.
-Prof. Dr. Sudipto Ghosh, Ph. D
Dept. of Metallurgical Engineering
Indian Institute of Technology (IIT), Kharagpur
বিজ্ঞান ও
ধর্মের সমন্বয়ের
কথা বলেছিলেন;
তিনি ভগবদ্গীতা
পড়ে বিমুগ্ধ
হয়েছিলেন। এতদিন
বিশ্বের চিন্তাবিদেরা
তাঁর এই
সমাধান-সূত্র
ভেবেছেন, বিতন্ডা
করেছেন। এখন
সময় এসেছে
প্রকৃত কাজের।
আগামী দিনের
সভ্যতা তার
নিজের অস্তিত্ব
ও সমৃদ্ধির
প্রয়োজনে ভগবদ্গীতায়
উন্নততন জ্ঞান
ও দর্শনের
ভিত্তিতে সামাজিক,
শিক্ষাগত, রাজনৈতিক
ও সাংস্কৃতিক
নীতিসমূহ নির্ধারণ
করবে, সেদিকেই
অগ্রসর হচ্ছে
পৃথিবী। একসময়
সারা পৃথিবীতে
একটিই ধর্ম
ছিল সনাতন
ধর্ম। ধর্মান্ধতা-সন্ত্রাস-দূষণ-যুদ্ধ
নিয়ে বিপর্যস্ত,
জড়বাদের আঁধারে
আচ্ছন্ন দিগ্ভ্রান্ত
বিশ্বসভ্যতাকে পুনরায়
সনাতন ধর্ম
পথ দেখাবে,
এটি বৈদিক
শাস্ত্রের ভবিষ্যদ্বাণী।
এটিই বর্তমান
বইটির প্রতিপাদ্য।
শ্রীমদ্ এ.সি.
ভক্তিবেদান্ত স্বামী
প্রভুপাদ ইংরাজী
ভাষায় বৈদিক
দর্শনের সরল
ও যথাযথ
ভাষ্য উপস্থাপন
করেছেন; তাঁর
জীবৎকালেই তাঁর
নাম ও
জীবনী এনসাইক্লোপিডিয়া
বা বিশ্বকোষে
অন্তর্ভুক্ত হয়ে
যায়। তাঁর
পরিবেশিত বৈদিক
দর্শনের ভিত্তিতে
বিজ্ঞানের নামে
প্রচারিত অপরীক্ষিত
ও অবৈজ্ঞানিক
জল্পনা-কল্পনামূলক
মতবাদের অসারতা
আলোচিত হয়েছে
এই বইয়ে।
অন্তর্ভুক্ত করা
হয়েছে বিশ্বপ্রসিদ্ধ
বিজ্ঞানীদের প্রামাণিক
মন্তব্য, সাম্প্রতিকতম
নানা প্রামাণিক
তথ্য। এমন
একটি উপস্থাপনার
জন্য গোবর্দ্ধনগোপাল
দাসকে আমার
আন্তরিক আশীর্বাদ
জানাচ্ছি। আশা
করি সুধী
পাঠকমহলে বইটি
আদৃত হবে।
বিশেষত বিজ্ঞান
ও ধর্ম
নিয়ে বর্তমান
বিদ্বৎসমাজের চিন্তাশীল
মানুষদের মধ্যে
যে নানা
দ্বন্দ্ব, জিজ্ঞাসা
রয়েছে, আমার
দৃঢ় বিশ্বাস
গোবর্দ্ধনগোপাল দাসের
এই প্রচেষ্টা
তাদের বহু
প্রশ্নের নিরসন
করতে পারবে।