Click to open expanded view
About the Book:-
কুলকুণ্ডলিনী সাধনার
উপর বাংলা
ভাষায় একটি
প্রামাণ্য গ্রন্থের
অভাবের কথা
যোগ-জিজ্ঞাসু
পাঠকদের কাছে
দীর্ঘদিন ধরে
শুনে আসছিলাম।
আমারও সুপ্ত
সাধ ছিল
এমন এক
গ্রন্থ প্রকাশের।
কিন্তু সাধ
আর সাধ্যের
মধ্যে যে
ফারাক বিস্তর।
এটি এমন
একটি বিষয়,
যে বিষয়ের
উপর যথাযথভাবে
লিখতে গেলে
এমন উচ্চকোটি
সাধকের প্রয়োজন
যাঁর কুলকুণ্ডলিনী
জাগ্রত হয়েছে
আবার, যিনি
সহজভাবে সেটি
ভাষায়ও প্রকাশ
করতে পারেন;
কিন্তু এই
দুইয়ের মধ্যে
মেলবন্ধন যে
দুরূহ ব্যাপার।
এমন উচ্চকোটি
সাধকের মধ্যে
লেখার অনাগ্রহও
একটা বড়
প্রতিবন্ধকতা। যাইহোক,
মহামায়ারই ইচ্ছার
গ্রন্থকার এই
মহান গুপ্তসাধকের
সঙ্গে যোগাযোগ
ঘটে। আমার
প্রবল আকুতিতে
সাড়া দিয়ে
তিনি তাঁর
সাধনলব্ধ অভিজ্ঞতা,
অনুভূতিতে আপামর
যোগ- জিজ্ঞাসু
পাঠকের জন্য
এই অসাধারণ,
মহামূল্যবান গ্রন্থটি
প্রণয়ন করেন।
পাঠকের সুবিধার্থে
রঙিন নানা
চিত্র সহযোগে
ষট্চক্রভেদের বিষয়গুলিও
প্রাঞ্জলভাবে ব্যক্ত
করেছেন। এ
প্রসঙ্গে জানাই,
গ্রন্থে বর্ণিত
ষটচক্রের রঙই
অনুসরণযোগ্য। মুদ্রিত
চিত্রের সব
ক্ষেত্রেই গ্রন্থে
বর্ণিত হুবহু
রঙে মুদ্রণ
করা যায়নি,
মুদ্রণের পদ্ধতিগত
কারণে। কুণ্ডলিনী
তত্ত্ব ও
সাধনার উপর
বাংলা ভাষায়
এমন একটি
প্রামাণ্য গ্রন্থ
সম্ভবতঃ এই
প্রথম।