





Click to open expanded view
About the Book:-
‘নিজের পুজো
নিজে করুন'
বইটির মূল
উদ্দেশ্য পুজো
শেখানো বা
মন্ত্রের সহজীকরণ
নয় কেননা
শাস্ত্রানুসারে পুজো
করার রীতিনীতি
নিয়ে পুরোহিত
দর্পণ, নিত্যপুজো
পদ্ধতি বা
পণ্ডিতজনের বিভিন্ন
দেবদেবীর পুজোপদ্ধতি
বাজারে প্রচলিত
আছে এবং
সেগুলি যথেষ্ট
চাহিদা মেটায়।
কিন্তু ‘নিজের
পুজো নিজে
করুন' বইটির
মূল লক্ষ্য
প্রত্যেকজনের মধ্যে
আমাদের প্রচলিত
দেবদেবীর পুজোর
মাধ্যমে মনের
সহজীকরণ, সরলীকরণ
এবং সমভাব
দৃষ্টির পরিবেশ
সৃষ্টি করে
সমাজে সমাজবদ্ধ
জীব হিসেবে
আনন্দে বেঁচে
থাকার অধিকার
ক্ষেত্র প্রস্তুত
করা।
আমাদের দেবদেবীর
পুজোর মাধ্যমে
নিজেকে আনন্দময়
পরিবেশে উন্নত
রেখে মনের
সংযম ও
প্রকাশই এই
বইটির মূল
উদ্দেশ্য। দেবদেবীর
পুজোপদ্ধতি এবং
প্রচলিত মন্ত্রগুলি
হঠাৎ আকাশ
থেকে এসে
পড়েনি বা
যে সব
পুজোপদ্ধতি বাজারে
প্রচলিত আছে
সেগুলি পণ্ডিতরাও
রচনা করেননি।
সেগুলি প্রাচীন
শাস্ত্র, বেদ,
তন্ত্র, পুরাণ
প্রভৃতিতে রয়েছে
এবং অধিকাংশ
ক্ষেত্রে তাঁদের
রচয়িতা কোনো
প্রাচীন মুনি-ঋষি।
এটা মনে
রাখা দরকার
যে প্রাচীনকালে
কোনো হিন্দু-মুসলমান
প্রভৃতি ধর্ম
ছিল না। ছিল সনাতন ধর্ম। প্রাচীন ঋষি, মুনি, রাজা এবং সমাজ রক্ষকেরা সমাজকে সুদৃঢ়ভাবে
বেঁধে রাখার জন্য কিছু অনুশাসনের প্রয়োজনীয়তা অনুভব করতেন এবং সেই অনুশাসনের বশবর্তী
হয়েই (মনে রাখতে হবে শিষ্টের অনুশাসনই শাস্ত্র) পুজো-পার্বণের শুরু করেছিলেন। এই সনাতন
ধর্ম কোনো ব্যক্তি বিশেষ চালু করেননি। এ’হল
সমাজের বিভিন্ন স্তরের পণ্ডিতদের বিভিন্ন যুগের সমাজলব্ধ উপলব্ধির ফসল।