
Click to open expanded view
About the Book:-
আমরা কার অধীনে থাকতে চাই? প্রভুপাদ বলেছিলেন যে, কর্মের নিয়ম হচ্ছে কোন শিকারের দিকে ধেয়ে আসা বাঘের দাঁতের ন্যায়, কিংবা কোন ইঁদুরের গলার উপর তার চিরশত্রু বেড়ালের মৃত্যুকামড়ের ন্যায়। যখন কেউ কৃষ্ণের শরণাগত হয় তখন যা আপাতপক্ষে কর্ম বলে মনে হয়, প্রকৃতপক্ষে তা একজন ভক্তের প্রতি কৃষ্ণের ব্যক্তিগত যত্নগ্রহণ। ঠিক যেমন একটি মা বেড়াল তার ছানাকে কিংবা কোন বাঘিনী তার শাবককে মুখ দিয়ে তুলে নিয়ে যায়, সেভাবে একজন ভক্তও কৃষ্ণের দ্বারা সুরক্ষিত থাকেন। কৃষ্ণ আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য এবং আমাদের স্মৃতি জাগরিত করার জন্য বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে নিয়ে যান। তাই আমরা কোথায় নিজেদেরকে স্থাপন করব তা আমাদের পছন্দের উপর নির্ভর কর।
আমরা কৃষ্ণের সুরক্ষায় থাকতে পারি কিংবা মায়ার তথাকথিত চাকচিক্যময় আবরণে আবৃত প্রকৃতির কঠোর নিয়মে আবদ্ধ থাকতে পারি। যখন আমরা কৃষ্ণের তত্ত্বাবধানে থাকি, তখন আমাদেরকে শুধুমাত্র আরো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে শিক্ষা অর্জন করে যেতে হবে এবং অবশ্যই আরো বেশি কর্ম সম্বন্ধে দায়িত্ববান হতে শিখতে হবে। আমরা কি কি ভুল করছি সে সম্বন্ধে সর্বদা সচেতন থাকতে হবে এবং সেগুলিকে সংশোধন করতে হবে। পরিশেষে, আমাদের কৃতকর্মের জন্য আমরাই দায়ী।
শ্রীল জয়পতাকা স্বামী
- Stock: In Stock
- Author: SriSrimat Jayapataka Swami
- SKU: DCI-00483
- ISBN: 978-819523033