
Click to open expanded view
About the Book:-
অন্তিম আহ্বান মৃত্যু, জন্ম মানেই মৃত্যু ৷ অতিক্রান্ত প্রতিটি মুহূর্তই মৃত্যুর সমতুল্য । মানুষ একে গুরত্ব দেয় না । জন্ম শব্দের দ্বারা জন্মগ্রহণকে বোঝানো হয় । তবে জন্ম কথাটির অর্থ অন্য কিছু । যখন একটি পুত্র-সন্তানের জন্ম হলো । আহা, তুমি কী খুশি! আমি পুত্র সন্তান লাভ করেছি । কিন্তু তুমি যদি এর দার্শনিক দিকটি বিচার করো, তাহলে দেখবে কোনো জন্ম নেই । সে জন্ম গ্রহণ করেনি । মৃত্যুই জন্ম । কারণ শিশুটি বড় হচ্ছে মানে সে মৃত্যুবরণ করছে । এটাই মৃত্যুবরণ । মৃত্যুর প্রক্রিয়া । যেদিন যে মুহূর্তে শিশু জন্মগ্রহণ করে, তখন থেকেই তার মৃত্যু-প্রক্রিয়া শুরু হয় । কিন্তু আমরা জানি না যে, এটা জন্ম নয় । এটা মৃত্যু । একেই বলে মায়া । মোহ এটাই যে, মৃত্যু জন্মগ্রহণ করেছে, অথচ আমরা সানন্দে বলছি একটি শিশুর জন্ম হয়েছে ।
শ্রীল প্রভুপাদ প্রবচন নিউইয়র্ক,
১২ই এপ্রিল ১৯৬৬