
Click to open expanded view
About the Book:- অশেষ শ্রদ্ধাস্পদ শ্রীমৎ রামসুখদাসজী কৃত রচনা সমূহের একটি বৃহৎ সংগ্রহ ‘সাধন-সুধা-সিন্ধু' নামে গীতাপ্রেস থেকে পূর্বে প্রকাশিত হয়েছে। উক্ত গ্রন্থটির পরও শ্রীমন্মহারাজ রচিত বিভিন্ন প্রবন্ধসমষ্টি কয়েকটি গ্রন্থরূপে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। সেগুলিতে এমন কয়েকটি রচনা আছে যা প্রত্যেক মানুষের পক্ষেই অতীব কল্যাণপ্রদ। এইরকমই ২০টি প্রবন্ধকে সংকলিত করে ‘মানব কল্যাণের শাশ্বত-পথ' নামক এই গ্রন্থটি সম্পাদিত হয়েছে। বস্তুত রচনাগুলি বিশ্বের সকল ধর্ম ও দর্শানানুগামী সকলের পক্ষেই অনুধ্যান যোগ্য কারণ শ্রীমন্মহারাজের রচনায় কোনো ধর্ম সম্প্রদায়ের সীমানা যেমন বাধা হয়নি তেমনই কোনোও পথ বা মত এককভাবে এখানে প্রাধান্য পায়নি। সনাতন অধ্যাত্মবোধের সত্যালোকে তিনি উচ্চতম তত্ত্বকে শ্রেয়স্কর ভাবে বিভিন্ন মাত্রায় পরিবেশিত করে প্রকৃত কল্যাণ ও উত্তরণের শাশ্বত পন্থাটি তুলে ধরেছেন উজ্জ্বলভাবে।
মূল গ্রন্থটি হিন্দীতে রচিত হলেও বাংলাভাষী যোগাগ্রহীগণের জন্য এটিকে যথাযথভাবে অনুদিত করে প্রকাশিত করা হলো। শ্রীযুক্ত ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত অজয় ভট্টাচার্য ও শ্রীমতী গায়ত্রী বন্দ্যোপাধ্যায় অনুবাদ কার্য সম্পাদন করেছেন। তাঁদের প্রতি জানাই আমাদের কৃতজ্ঞতা। এই বৃহৎকর্মে যদি সামান্যতম ভাবেও কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সর্বজনের শ্রেয়োলাভের সহায়ক এই ‘মানব কল্যাণের শাশ্বত-পথ' সকলের জন্য উন্মুক্ত হোক, জীবনকে সার্থক করে তুলুক, এই আমাদের প্রার্থনা।